তোমার শীতল দেয়াল
ঘরের ভেতর দোলে ফুল কাশফুল মালাবন্দি দেয়াল
তুমি বৃক্ষ কিংবা নদী আমি হবো সাঁকো ছিলো এইতো খেয়াল।
রাস্তায় বের হয়ে ঢুকে যাই পাহাড়ে পাহারায় শীকৃষ্ন
আমরা দুজন এড়িয়ে যাই পথচারি কিংবা চরের যতো প্রশ্ন।
পাহারের খাদে বসে খাবলাই অবলা দুজনার দাওয়াত ... বাকিটুকু পড়ুন

