এই পোষ্টগুলো কেও পুরো পড়বে এমনটি প্রত্যাশা করিনা। পুরোটা না হোক অন্তত প্রারম্ভিক টুকুন হয়তো পড়া যায়। এটি আমার দুইশত এক তম পোষ্ট। এর আগে শততম পোষ্টের পরে আমার পোষ্টগুলোতে পাওয়া আমার পছন্দের মন্তব্যগুলো নিয়ে একটা পোষ্ট দিয়েছিলাম। কথা ছিল পরের শতক পূরণ করে ওমনি একটি পোষ্ট দেওয়ার। তাই আবারো আমার পছন্দের মন্তব্যগুলো নিয়ে হাজির হলুম। কিন্তু যদি প্রশ্ন উঠে কেও যদি পুরোটা নাই পড়বে তবে এমন বড় পোষ্ট দেওয়া কেন? উত্তরে হয়তো হাসির একটা ইমো দিব, এই এমন করে :-)। কারণ আর কেও পড়ুক না পড়ুক আমি জানি অন্তত আমি নিজে পড়বো। সেদিন একজায়গায় একজন জানতে চাইছিল, আমি লিখি কিনা। নানা সময় আমার টুকিটাকি শব্দ-অর্পণা দেখে তার ধারণা হয়েছে আমার লেখা উচিত। বিনীত উত্তর দিলাম, টুকিটাকি লিখি তবে মূলত নিজের পরিতৃপ্তির জন্য। শব্দ নিয়ে খেলতে ভালো লাগে। ...লিখি নিজের স্বপ্নগুলোকে রঙ দেবার জন্য। মনের আকাশে চড়ে বেড়ানো শব্দগুলোকে একটা জায়গায় বেঁধে রাখার আশ্রয়স্থলই আমার জন্য আমার লেখাগুলো। আর যখন ঠিক ঠিক মত সেগুলো বাধঁতে পারি তখন সেই সৃষ্টি-সুখের কোন তুলনা চলে না। সেই তৃপ্তিটা পাওয়ার জন্যই লিখি। সব সমই পাই সেই দাবী অসংগত হবে, তবে এই যে হঠাৎ হঠাৎ পাই তাতেই তৃপ্তির আনন্দ টা আরো বহু গুণে বাড়িয়ে তোলে...
নানা সময়ে এখানে আমার সীমিত শব্দ-ঢালি নিয়ে হাজির হয়েছি নিজের অনুভূতির প্রকাশ ঘটাতে। সহব্লগাররা নানান সময় ভালো লাগা, অনুপ্রেরণা দিয়ে সাহায্য করেছেন, ভুল ধরিয়ে দিয়েছেন, উৎসাহ জুগিয়েছেন। কখনো কখনো গঠনমূলক সমালোচনা দিয়ে কোন কোন বিষয় ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখতেও সাহায্য করেছেন। আপনাদের সবার প্রতি তার জন্য রইলো আমার কৃতজ্ঞতা। এই ব্লগপরিবার থেকে প্রায় প্রতিদিনই শিখছি, জানছি নতুন নতুন বিষয়। মুগ্ধ, স্তব্ধ হচ্ছি কারো কারো লেখা পড়ে। কেও কেও তো আবার লোমকূপ কাড়া করেও দিচ্ছে। প্রণতি জানায় সেইসব সৃষ্টিকারকদের। প্রণতি আপনাদের লেখনীকে।
যাক আর কথা না বাড়িয়ে মন্তব্যগুলো তুলে ধরি। আমার যখন যে মন্তব্যটা মনে ধরেছে বা ঠোঁটের কোণায় হাসি এনে দিয়েছে বা কোন ভাবনা জুগিয়েছে সেসব কিছু কিছু মন্তব্যই এখানে তুলে ধরেছি। শততম পোষ্টের পর থেকে তুলে ধরছি। ক্রমে কোথাও কোথাও অসঙ্গতি থাকতে পারে, তার জন্য আগেভাগেই ক্ষমা চেয়ে নিচ্ছি।
আপনাদের সবার জন্য রইলো শুভেচ্ছা। ওহ্ ভালো কথা এই পোষ্টটা আমার পরম সুহৃদ মেঘদূত-কে উৎস্বর্গ করা হল :-)
***
সুলতানা শিরীন সাজি বলেছেন:
করছে কি মেঘদূত.............!
অবাকিত হইলাম।
মাঝে মাঝে এমন অন্যরকম কিছু ভালো লাগে........
লেখা চলুক :
"মেঘমল্লারে সারাদিনমান
বাজে ঝরনার গান......"
শুভহোক পথচলা।
আমআঁটিরভেঁপু বলেছেন:
পোষ্টটার ধারনাটাই দারুন। প্রসঙ্গহীন ভাবে অনেক মন্তব্যের খটকা কাটিয়ে উঠতে পারিনি দেয়া লিংকে ঘুরবার সময়াভাবে। তবে ভাল লাগলো।
হাসান মাহবুব বলেছেন: এই পোস্টের মন্তব্যগুলোও কি আপডেটেড ভার্শনে ঢুকিয়ে দেবেন নাকি?
দীপান্বিতা বলেছেন: ১০০+!!!........আমিও আছি!
আকাশ অম্বর বলেছেন: আরে আরে! আমিও আছি দেখছি! মজার পোষ্ট, মে ঘ দূ ত !
মমমম১২ বলেছেন: বাহ মে ঘ দূ ত। বেশ লাগলো,অন্য টাইপ পোষ্ট
নুশেরা বলেছেন: মেঘদূতের মন্তব্য পেলে যে কারোরই ভালো লাগার কথা। নিক-পিক দেখেই কেমন শান্তি-শান্তি লাগে
দূর্ভাষী বলেছেন: বাপরে এই পোস্ট দেখে মনে হচ্ছে আপনি 'অলস-ছেলে'র বিপরীত চরিত্রের। অনেক পরিশ্রমী পোস্ট এটি। ধন্যবাদ মেঘদূত।
আহমেদ রাকিব বলেছেন: ১০০ পোষ্ট দিয়ে ফেলছ? হায় হায়। আমিতো মাত্র অল্প কয়টা পড়ছি। আর কোনোটা না হোক, এই পোষ্টের সব লিঙ্ক ধরে ধরে ঘুরে আসব দেখি। পোষ্টের আইডিয়া ভাল হয়েছে। একটু বড় হলেও আইডিয়ার কাছে সব মাফ।
তারার হাসি বলেছেন: মেঘেদূতটা তার সুন্দর জগৎ নিয়ে আলোকিত হয়ে থাকুক সবসময়। শততম পোস্টের জন্য অভিবাদন। শুভকামনা।
ত্রেয়া বলেছেন: আমার পোষ্টে আপনার মন্তব্যগুলো সবসময়ই আমার ভালো লাগত।এখন বুঝলাম,,আপনি নিজে মন্তব্য নিয়ে এত সুন্দর করে ভাবেন বলেই,,এত সুন্দর সুন্দর মন্তব্য দিতে পারেন। ভালো লাগলো।
Click This Link
শাওন৩৫০৪ বলেছেন: হা হা হা হা হা হা হা হা হা হা হা....কাঠের তক্তা বানাইয়া উইঠা খুশীর চোটে যে নাইচ টা দিলো, সেই অংশটা বেশি জোশ..
ধ্রুব তারা বলেছেন: datz bloody brilliant
Click This Link
রথে চেপে এলাম বলেছেন: মেঘ আর বৃষ্টি এত রোমান্টিক কেন!!!! ভাল্লাগছে
মমমম১২ বলেছেন: হায়রে ঐ ভাবে অনুমতি নেয় নাকি!
তারার হাসি বলেছেন: আহা !
আকাশ অম্বর বলেছেন: আহ্! মন জুরাইলো তব মেঘ-বৃষ্টির আলাপনে!
বাবুনি সুপ্তি বলেছেন: হুম আমারো ভিজতে ইচ্ছে করছে। অনেক কিউট।
আলী আরাফাত শান্ত বলেছেন: মেঘ বৃষ্টির আলাপন এই নামটা ভালো লাগছে!
অপ্সরা বলেছেন: বাহ বাহ !!!
সুলতানা শিরীন সাজি বলেছেন:
বৃষ্টির কথা পড়েই গানটা মনে পড়লো
"ওগো বৃষ্টি আমার চোখের পাতা ছুঁয়োনা।
আমার এত সাধের কান্নার দাগ মুছোনা।
সে যেনো এসে দেখে পথ চেয়ে তার কেমন করে কেঁদেছি।"
কেমন আছে আমাদের মেঘদূত?
আমাদের এখানে ক'দিন খুব বৃষ্টি হলো।
পাতা ঝরানোর বৃষ্টি।
বৃষ্টি পড়লেই গাছের নীচগুলো পাতায় ভরে থাকে।
মন খুব কেমন করে!
আবার আসছে বিষণ্নতার দিন।
শুভেচ্ছা।
Click This Link
আকাশ অম্বর বলেছেন: মেঘদূতের আনন্দবার্তা! আনন্দে ভরে গেলো সব!
তারার হাসি বলেছেন:
সিন্দুকে পুরতে ব্যর্থ মেঘদূত
তার আনন্দ ছড়িয়ে পড়ল
সবার মাঝে।
Click This Link
রথে চেপে এলাম বলেছেন: দুঃখের আজ ছুটি।+
মমমম১২ বলেছেন:
মম চিত্তে নিতি নৃত্যে বৃষ্টি নাচে
তা তা থৈ থৈ...তা তা থৈ থৈ
বেশ নাচুক
ভাবের অভাব বলেছেন: নতুন লাগলো। চমৎকার!!!!!+++++++
তারার হাসি বলেছেন:
"দুঃখের আজ ছুটি। আজ সুখশব্দরা সব নেচে নেচে গেয়ে গেয়ে কীর্তন গাইবে। আর আমি নাচব "
মেঘদূত, সত্যিই কি এমন কিছু করা যায় না ?
আকাশ অম্বর বলেছেন:
উহুঁ আজ নয়। দুঃখের আজ ছুটি।
আজ দুঃখের ছুটি।
আজ দুঃখের ছুটি।
আজ দুঃখের ছুটি।
আজ দুঃখের ছুটি।
আজ দুঃখের ছুটি।
আজ দুঃখের ছুটি।
আনন্দ, উল্লাস, পরমানন্দ, ভূমানন্দ, সানন্দ, অনুরঞ্জন, আহ্লাদ,আমোদ, প্রমোদ, উত্ফুল্ল, কল্লোল, উচ্ছ্বাস, খুশি, পুলক, প্রহৃষ্ট, ফুর্তি, মনোরম, স্নিগ্ধ, তৃপ্তি, প্রসন্ন
ওহ্! মে ঘ দূ ত!
আকাশ অম্বর বলেছেন: ওইদিনের দেখা ঐ সূর্যটাকে আপনার এই আনন্দ-ব্লগে বেঁধে রেখে আমি অস্ত গেলাম! শুভরাত্রি।
Click This Link
আকাশ অম্বর বলেছেন: বাপ্রে! দুটি পৃথক অস্তিত্ব বোধ হচ্ছে! 'মে ঘ দূ ত' আর জনৈক 'আমি'! হাঃ হাঃ আকাশ সর্বদা নির্মল থাকে। আনন্দে থাকে।
আর পুরো রাত্রির নির্যাস টানে সপ্তাহের শেষে! শুভকামনা, 'মে ঘ দূ ত' আর 'আমি' - দুজনকেই!
আকাশ অম্বর বলেছেন: তাই নাকি! হাঃ হাঃ! বেশ বেশ! তা আমি এখন কোন সত্ত্বার সাথে কথা বলছি! মে ঘ দূ ত' এর প্রেয়সী থাকলে তাঁর তো দেখছি মহা-দ্বিধায় দিন কাটাতে হবে! হাঃ হাঃ
আকাশ অম্বর বলেছেন: হাঃ হাঃ! কবিতাটা তো একেবারে আপনার জন্য কাষ্টোমাইজড্ !! B
বেশ ভালো লাগলো আলাপচারিতায়, মে ঘ দূ ত।
সুলতানা শিরীন সাজি বলেছেন:
ভালো লাগলো "চিঠি"
এবং ভালো লাগলো আকাশ আর মেঘদূতের কথোপকথন.........
শুভেচ্ছা দুজনকেই।
এস এ মেহেদী বলেছেন: এক কথায় অ-সা-ধা-র-ন+++
মমমম১২ বলেছেন: বাহ মেঘদূত
অপ্সরা বলেছেন: মমমম১২ বলেছেন: বাহ মেঘদূত
আমিও বাহ বাহ !!!!!
নিস্সঙ্গ যোদ্ধা বলেছেন: এই চিঠিটা পড়ে একটা বড় রকমের ধাক্কা পেলাম।
কেউ কোনদিন এভাবে বলে নাই তো তাই ......
ব্যাপার না। কারণ আমি, নিস্সঙ্গ যোদ্ধা ......
শুভকামনা রইলো ......
Click This Link
একলব্যের পুনর্জন্ম বলেছেন: কবিতাটা অনেক সুন্দর
বাবুনি সুপ্তি বলেছেন: ভাইয়া আমার ইচ্ছে করছে কবিতাতেই আপনার লেখার মন্তব্য করি। কিন্তু আমার সেই যোগ্যতাই নেই!
দস্যু বনহুর বলেছেন: চমৎকার হয়েছে ,,,,, আগের পর্বটিও ভাল লেগেছিল।
মমমম১২ বলেছেন: হায়! মনের ভাষা অব্যক্তই রয়ে গেল।
কেন!!!!
আকাশ অম্বর বলেছেন: আমার কখনও প্রেমপত্র দরকার হলে আপনাকে দিয়ে লিখিয়ে নেবো মে ঘ দূ ত! B
Click This Link
বাবুনি সুপ্তি বলেছেন: আপনার চিঠি পড়ে আমারো মন ভাল হয়ে গেছে।
তাজা কলম বলেছেন: মেঘদূতের চিঠিতে আপ্লুত হলো আমার মনের গহীনে লুকানো রোমান্টিক মনটি। +++++
তারার হাসি বলেছেন:
নীল আকাশটাকে লাল রঙ দিয়ে সূর্যের পেইন্টিং করার দৃশ্য...হাতে আমার ধূমায়িত কফির কাপ...দৃশ্যটা কল্পনা করতে পারো!...স্বপ্নের কোন নায়কের মতো লাগছিল নিজেকে তখন..
-------------------------
অসাধারণ কল্পদৃশ্য !
আকাশ অম্বর বলেছেন:
অনেকটা পথ হেঁটে এসেও
হয়নি হাঁটা তোমার পাশে
চমৎকার, মে ঘ দূ ত!
সুন্দর!
Click This Link
মমমম১২ বলেছেন: শুনছি
দীপান্বিতা বলেছেন: খুব ভাল লাগলো......শান্ত একটা ব্যাপার আছে!...কথাটাও সুন্দর...
তারার হাসি বলেছেন: বাহ, চমৎকার! আপনি এই গানটাও শুনতে চেয়েছিলেন।
আকাশ অম্বর বলেছেন: ভালোই লাগছে শুনতে।
আমি হয়তো বসে ভাবছি একাকী
যখন সবাই ঘুমিয়ে নীরবে
শুভেচ্ছা।
মানবী বলেছেন: প্রায় তিন দিন একাকী ভেবে শেষ পর্যন্ত কি সিদ্ধান্তে পৌঁছলেন??
ধন্যবাদ মে ঘ দূ ত।
আবু সালেহ বলেছেন: ভালো লাগছে...কারন আমিও ভাবছি.....
সহেলী বলেছেন: কথাগুলো পড়তে , শুনতে , বলতে ভাল লাগে ।
Click This Link
শত রুপা বলেছেন:
হে অপরিচিত,
গ্রহণ করো আমার এই অর্পণা
আজিকের এই প্রভাতের প্রথম কিরণ
মেঘময় আকাশ-
শত রুপা বলেছেন:
শুভেচ্ছান্তে শতরুপা
সকাল রয় বলেছেন: আজি শতবর্ষ পরে আমি আসিয়াছি তব দ্বারে
লহিয়াছি অন্জলী ,
বড় তিয়াস জাগানিয়া অন্তরে মিলিয়াছি
তোমার সাম্পানে
আমি খুজিয়াছি
যাহা এ বিশ্বলয়ে
পাইয়াছি কি তাহা !!!!!!!
অরুদ্ধ সকাল
Click This Link
বাবুনি সুপ্তি বলেছেন: বাপরে! অনেক কিছু লেখা দেখি! পড়লাম! ভালই লাগল তো আমার। অনেক কিছু জানা গেল।
চতুষ্কোণ বলেছেন: আমার ত বেশ ভাল লাগল। আপনাকে ধন্যবাদ। বেশ গুছিয়ে লিখেছেন।
তারার হাসি বলেছেন:
বাঙালির জয় হোক !!
আলী আরাফাত শান্ত বলেছেন: শতভাগ বাঙালিয়ানা!
Click This Link
অপ্সরা বলেছেন: মেঘদূতদের বুঝি শুধু মুভ্যি দেখতে হয়???
Click This Link
ত্রেয়া বলেছেন: কেমন আছেন মেঘদূত?
অনেকদিন পর এলাম আপনার বাড়ি।মুভি দিয়ে আপ্যায়িত হয়ে ভালো লাগছে।অবশ্যই দেখব,,আমার জীবনধর্মী মুভিগুলো দেখতে বেশ লাগে।
তবে কেঁদে টেদে ফেলব কিনা তাই ভাবছি।
তারার হাসি বলেছেন:
একদিন আগে দেখলেও নিয়ে আসতে পারতাম মুভিটা।
আপনি যদি দু'চোখ ভাসিয়ে কাঁদেন তাহলে আমার আশেপাশে একটা পুকুর হয়ে যাবার সম্ভাবনা আছে।
শুভেচ্ছা।
Click This Link
দীপান্বিতা বলেছেন: ওনার জীবনী পড়লাম............খুব সুন্দর মনের মানুষ ছিলেন......তেমনি সহজ-সরল, অথচ দৃঢ তার সব সৃষ্টি!
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: পুরোটা পড়ে/দেখে এলাম। সবকটা প্রিয়তে রাখলাম। আমার সবচেয়ে প্রিয় শিল্পীকে নিয়ে এমন সুন্দর একটা পোস্টের জন্য ধন্যবাদ।
ছোট্ট একটা অনুযোগ- আহমদ ছফা এবং আল মাহমুদের লেখার উল্লেখের সময় যু্ক্তিসঙ্গতভাবেই তাঁদের নাম উল্লেখ করেছেন অথচ যাঁর লেখা বই থেকে লেখাটির সূচনা ও শিরোনাম সেই বইয়ের লেখক শরীফ আশরাফুজ্জামানের নামটি কোথাও দেখলাম না।
আকাশ অম্বর বলেছেন: কিংবদন্তীর ক্যানভাসে এস. এম. সুলতান - এই কর্মটির জন্য শুভেচ্ছা। মেঘদূত ভালো আছে?
আকাশ অম্বর বলেছেন: হুম। মজা তো বেশ! ছুটি ছুটি! কি করা হচ্ছে ছুটিতে!
হুম! আকাশেরও ছুটি!
এইতো যাওয়া আসা......চলছে! কথা হবে মেঘদূত! শুভেচ্ছা!
মেহবুবা বলেছেন: সরাসরি প্রিয়তে ।
Click This Link
এহসান হাবীব বলেছেন: মুগ্ধতা রেখে গেলাম।
ভাল লাগল খুব।
+
আহমদ আবদুল হালিম বলেছেন: খুবই ভাল লাগলো।
দীপান্বিতা বলেছেন: অপূর্ব!
তাজা কলম বলেছেন: সুন্দর পোষ্ট। +
সহেলী বলেছেন: সুন্দর উদ্যোগ ।
Click This Link
ইমরান মাঝি বলেছেন: পোষ্টটি ভালো লাগলো । প্রিয়তে নিলাম। ভালো থাকবেন।
ইমন জুবায়ের বলেছেন: এমন একটি পোস্টের জন্য অপেক্ষায় ছিলাম দীর্ঘদিন।
অশেষ ধন্যবাদ।
আকাশ অম্বর বলেছেন: সুলতানকে বের করে আনছে মেঘদূত। শুভেচ্ছা।।
গোঁপা বলেছেন: আপনার উত্তরটা দিতে অনেক লম্বা হয়ে যাবে । ছোট করে বলছি : কোন কিছু সনাক্ত করার জন্য একটা নিন্মতম গুণ থাকতে হয় ।
সেই কারনেই জয়তু .............
মেহবুবা বলেছেন: সরাসরি প্রিয়তে ।
অসংখ্য ধন্যবাদ ।
Click This Link
হাসান মাহবুব বলেছেন: শিল্পী সুলতান শুধু শিল্পী হিসেবেই না, মানুষ হিসেবেও ছিলেন অনন্য। নির্লোভ... মহাপুরুষরা মনে হয় অমনই হয়। তার প্রতি অনেক শ্রদ্ধা।
আকাশ অম্বর বলেছেন: সুলতানের ছবির সামনে দাঁড়িয়ে মনে হয়, নিজ দেশ ও জাতি নিয়ে এক হিমালয়সম গর্ব, সাধারণ মানুষকে নিয়ে তাঁর দুর্নিবার অহংকার, ভালবাসা, মমত্ববোধ.......+++++++++++++
মেঘদূত কেমন আছে?
আকাশ অম্বর বলেছেন: আকাশ ভালো আছে।।
Click This Link
অদ্বিতীয়া সিমু বলেছেন: +=+চিত্রকরের জাহাজটা দেখেছেন? যে জাহাজ করে শিশুদের নিয়ে স্বপ্ন ভ্রমণ হবে......চমৎকার।
মেহবুবা বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে । বাচ্চাদের নিয়ে যাদুঘরে গিয়ে দেখলাম সুলতানের ছবি নেই ; জিজ্ঞেস করে পরে জেনেছি যাদুঘরের ভিতরে কিছু রিপেয়ারিং হচ্ছিল , তাই সরিয়ে রেখেছে । আপনার পোষ্ট দেখতে পারব সবাই ।
( শেষ পর্বে যদি আগের গুলোর লিঙ্ক দিতেন তাহলে প্রিয় পোষ্টে রাখতে সুবিধা হোত )
Click This Link
মমমম১২ বলেছেন: শুনি। জগজিৎ এর বাংলা একটা ক্যাসেট এক সময় খুব চলতো দেশে। গান গুলো প্রায় সবই ভাল লাগতো আমার।
শূন্য আরণ্যক বলেছেন: মজার ব্যাপার হলো -- আমি চিন্তা করছিলাম -- আমার গজল কালেকশন কতো কম -- ব্লগে কেউ গজলের লিংক দিলে মন্দ হতো না --
কি কোইনসিডেন্স +++্
দীপান্বিতা বলেছেন: জগজিৎ সিং-এর গান আমার খুব পছন্দের...আপনার পোস্ট দেখে আবার শুনতে বসে গেলাম......চুপচাপ এর সব গান শুনতে শুনতে মন ভাল হয়ে যায়
তারার হাসি বলেছেন: প্রিয়, প্রিয়, অনেক অনেক প্রিয়।
ভেবে ভেবে বলি বলেছেন: বেশ কিছুদিন ধরেই ভালো গানের ইউটিউব লিঙ্ক আছে এমন পোস্ট হন্যে হয়ে খুঁজছিলাম, আপনি পাইয়ে দিলেন তো!
মানবী বলেছেন: জাগজিৎ সিং এর গজল মানেই এক রাশ ভীষণ ভীষণ ভালোলাগা...
শেয়ার করার জন্য আন্তরিক ধন্যবাদ মে ঘ দূ ত। পছন্দের আরো কয়েকটি...
বাবুনি সুপ্তি বলেছেন: সব গান সহ শোকেজে রেখে দিলাম।জখন ইচ্ছে হবে শুনবো।
Click This Link
সর্বশেষ এডিট : ২৩ শে আগস্ট, ২০১১ রাত ১১:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



