মেঘঃ সুন্দরী তুমি শুকতারা
সুদূর শৈলশিখরান্তে,
শর্বরী যবে হবে সারা
দর্শন দিয়ো দিক্ভ্রান্তে
বৃষ্টিঃ আমি এসে পড়েছি
মেঘঃ আরে বৃষ্টি তুমি!
বৃষ্টিঃ শব্দের উৎসবে
মেঘঃ শব্দের উৎসব! সে আবার কি?
বৃষ্টিঃ চলো আমার সাথে। নিজেই দেখতে পাবে
(বৃষ্টির সাথে মেঘ গিয়ে দেখে মহাকাশের এক কোণ আলোকিত করে সুখ শব্দরা সব উৎসবে মত্ত)
আনন্দ, উল্লাস, পরমানন্দ, ভূমানন্দ, সানন্দ - এরা তিন ভাই। আছে অনুরঞ্জন। আছে আহ্লাদ, আছে আমোদ প্রমোদ - দু ভাই। আরো আছে উত্ফুল্ল, কল্লোল, উচ্ছ্বাস, খুশি, পুলক, প্রহৃষ্ট, ফুর্তি, মনোরম, স্নিগ্ধ, তৃপ্তি, প্রসন্ন আরো আরো নাম না জানা কত সুখানুভূতির শব্দরা। এ শুধু সুখ শব্দদের মিলনমেলা।
মেঘতো দেখে স্তব্ধ। সুখের এতো শব্দ! হৃদয়ে সুখের অণুরণন হতে থাকলে এদের মাঝে কোন কোন শব্দদের ডাক পরে সে ভেবে পায়না।
মেঘঃ বৃষ্টি, এখানে দুঃখের শব্দরা নেই কেন?
বৃষ্টিঃ উহুঁ আজ নয়। দুঃখের আজ ছুটি। আজ সুখশব্দরা সব নেচে নেচে গেয়ে গেয়ে কীর্তন গাইবে। আর আমি নাচব। তাইতো ওমন সেজে গুজে এসেছি। এই বলে বৃষ্টি ধিনধিন করে নেচে উঠলো -
মম চিত্তে নিতি নৃত্যে বৃষ্টি নাচে
তা তা থৈ থৈ...তা তা থৈ থৈ
সর্বশেষ এডিট : ২৮ শে আগস্ট, ২০১১ সকাল ৭:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



