somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পছন্দের কিছু মন্তব্য

২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মন্তব্য পেতে কার না ভালো লাগে। সেজন্য সবার প্রতি আমার কৃতজ্ঞতা। কিছু কিছু মন্তব্য এমন হয় যে বারে বারে পড়তে মন চায়। ঠোটেঁর কোণায় অজান্তেই একটা হাসি চলে আসে। স্নিগ্ধ একটা অনুভূতিতে মনটা আবেশিত হয়ে যায়। মনের জানালায় ফাল্গুনের হাওয়া বইতে থাকলে সামান্য কটা শব্দও অনেক সময় অনেক ভালো লেগে যায়। সেসব কিছু কিছু মন্তব্য থেকে কয়েকটা নীচে তুলে ধরলাম।

...

কুঙ্গ থাঙ বলেছেন:
....................................................................
কশ্চিৎ‍ কান্তাবিরহগুরম্নণা স্বাধিকারপ্রমত্তঃ .
..................................................................

মেঘদুতের প্রতি আকৃস্ট হই কবি ধনঞ্জয় রাজকুমারের করা বিষ্ণুপ্রিয়া মণিপুরী অনুবাদ গ্রন্থ থেকে। কতোবার পড়েছি আর স্বর্গ থেকে বিচ্যুত বর্ষব্যাপি বিরহ যন্ত্রণা ভোগে বাধ্য ভাগ্যহত বিরহী যক্ষের মনোবেদনার সঙ্গে একাত্ম হয়েছি। শুভেচ্ছা জানিয়ে গেলাম।

Click This Link

ঘনাদা বলেছেন: এহ্‌! রোমান্স একেবারে চুঁইয়ে চুঁইয়ে পড়ছে। :)

কখনো মেঘ, কখনো বৃষ্টি বলেছেন: ওরে ওরে!!! বেশি সুইট। ব্যাথাটা কি বেশি পেয়েছিলেন?! :D

কখনো মেঘ, কখনো বৃষ্টি বলেছেন: আহারে বেচারা! তবে আমার কিন্তু বেশ মজাই লাগছে....ধপাস করে পড়ার দৃশ্যটা সামনা সামনি দেখলে আরো বেশি মজার হতো :D

তামিম ইরফান বলেছেন: আপনি খুব ভালো লেখেন......পড়ে আরাম পাওয়া যায়।

Click This Link

তামিম ইরফান বলেছেন: তারপর.......ঐ মেয়ে কই এখন?......দেখা হয়?

তামিম ইরফান বলেছেন: ধুর!!!!.....।এইটা কোন কথা হইলো

তামিম ইরফান বলেছেন: সে কি এখনও আগের মতোই আছে?আপনার প্রতি তাহার আচরনে কি কোন পরিবর্তন লক্ষ্য করেছেন?:P

তামিম ইরফান বলেছেন: সুন্দরী তুমি বেদনা:(

Click This Link

তামিম ইরফান বলেছেন: নায়াগ্রা ফলস আর নব দম্পতির মধ্যে মিল হচ্ছে এদের দুজেনই প্রচন্ড আবেগে উম্মত্ত।আর অমিল হচ্ছে কিছুদিন পর এই উম্মত্ত আবেগ ঐ দুইজন মানুষের মধ্যে আস্তে আস্তে কমে আসবে আর নায়াগ্রা ফলস সারাজীবনই এরকম উম্মত্ত আবেগে বইতে থাকবে :)

Click This Link

দূরন্ত বলেছেন: "স্বপ্ননৃত্য" শিরোনামটা দারুণ। শব্দগুলোও দারুণ রোমান্টিক। খুব ভালো লাগলো। শুভেচ্ছা।

এম এ হক বলেছেন: স্বপ্ননৃত্যের পসরা সাজিয়ে হয়তো অন্য কোনো দিন...ফিরে আসবে...............আসবেতো?

তামিম ইরফান বলেছেন: কবিতার শিরোণাম আর কবিতা দু'টাই চমৎকার।

Click This Link

দূরন্ত বলেছেন: দেখলাম। সেখানে মেয়েটার কাহিনী খুব করুণ হিসেবে বর্ণনা করা হয়েছে। কিন্তু তাদের মনে রাখা উচিত ছিলো, সে একজন মাদক পাচারকারী। মাদকের পাচারকে নিরুৎসাহিত করার জন্যই পাচারকারীদের দণ্ড দেয়ার দরকার আছে। মেয়েটাকে অবশ্য ক্ষমা করা হয়েছে। আর এতো বড় অপরাধ করার পরে জেলখানায় কিছুটা কষ্ট হবে না এমন ভাবা নিরর্থক।

Click This Link

আশরাফ মাহমুদ বলেছেন: চমৎকার। অনেক ভাল লাগল। অনেক।

তামিম ইরফান বলেছেন: দারুন লাগলো.......খুব ভালো লেখছেন........চমৎকার........।

যীনাত বলেছেন: চমৎকার।+ দিলাম।
ব্লগে আর আসাই হয় না মাস দুয়েক। আপনার লেখাটা পড়ে বেশ আগের ব্লগের কথা মনে পড়ছে। গল্পঘর গ্রুপে আপনাকে সদস্য বানাতে অনেক দেরী করে ফেললাম বোধহয়। তারপরও আশা করি আপনি লেখা দেবেন গ্রুপে।

নিস্সঙ্গ যোদ্ধা বলেছেন: অনেক পরে পড়লাম ...... ভালো লাগাটা পরে হলেও পেলাম। ++

Click This Link

তামিম ইরফান বলেছেন: শুনি নাই আগে........ধন্যবাদ পোষ্টের জন্য.........

শব্দ০০৭ বলেছেন: বেশ কয়েকবার শুনেছিলাম নাটকটার আবৃতি।খারাপ লাগেনি। ধন্যবাদ আপনাকে।সুন্দর এই পোষ্টর জন্য।

Click This Link

দীপান্বিতা বলেছেন: ব্যোম কালী!!!......(শুরু আর শেষে আপনার ডাক..;)....বজ্রপাত)

Click This Link

তনুজা বলেছেন: ভাল করেছেন লিঙ্কটা দিয়ে

Click This Link

অপ্‌সরা বলেছেন: রুপকথা পড়ে পড়েই এবং আজো পড়েই স্বপনপুর থেকে আমার আজো বের হয়ে আসা আর হোলোনা। স্বপনপুর টা কিন্তু খারাপ না। অনেক অনেক ভালো ই তো থাকা যায় সেখানে তাইনা??

Click This Link

তনুজা বলেছেন: আছেন তো সুখে ছুটি পেয়েছেন এদিকে কাজ খুঁজে পাচ্ছেন না আমার মত হলে বুঝতেন , টানা ঘুম নাকে সর্ষের তেল দিয়ে
প্রবল হিংসা হচ্ছে চারদিনের ছুটি কেন?

মুনশিয়ানা বলেছেন: ইরানিয়ান ছবির প্রশংসা অনেকের কাছেই শুনেছি, বহু আগে বিটিভিতে ছেড়া ছেড়া ভাবে দেখা কিছু ইরানিয়ান ছবির অভিজ্ঞতা তত ভাল ছিল না। কিছুটা মেলোড্রামা কিছুটা প্রপাগান্ডা মনে হয়েছিলো...আমার নাগালের মধ্যে কিছু ইরানি মুভি আছে, ভাবছি দেখে ফেলবো।

তামিম ইরফান বলেছেন: santouri-the music man সিনেমাটা দেখলাম কিছুদিন আগে।একজন মিউজিশিয়ান কে নিয়ে কাহিনী...সিনেমার মিউজিক অসাধারন লেগেছে আমার কাছে.......।

Click This Link

নেক্সাস বলেছেন: অন্তরবাদ্যি টাইপ লিখা.... ভালো লেগেছে..

তনুজা বলেছেন: ছুটি শেষ? আমার ব্লগটা একটা ঘুরে আসবেন একফাঁকে। open your mouth and i will tell you who you really are" একদম মনের কথা মানুষের সৌন্দর্য তার জীবনবোধে, সেই সাথে ভাষায় (কথায়) তো বটেই। লেখাটা ভাল লাগল বেশ ধীরে ধীরে ভাবতে পারেন, আজকাল সবাই এই জিনিসটা ভুলে যাচ্ছি, কে কার আগে কতটা ভাবনা ঝোলায় ভরা যায় আগ্রহ সেখানেই। ধীরে ভাবতে কেউ ঠিক রাজি নয় যেন

নুশেরা বলেছেন: বেশ লাগল আপনার লেখা, আপনার ব্লগ। আবার আসব বাকী লেখাগুলোও পড়ে নিতে। শুভেচ্ছা জানবেন।

মুনশিয়ানা বলেছেন: বিক্ষিপ্ত কথামালা চলতে থাকুক। আর এ ধরনের ঝরঝরে গদ্য পড়তে আরাম লাগে। আপনার ব্লগের উপস্থাপন ভঙ্গীটা চমৎকার..

Click This Link

তনুজা বলেছেন: ঐ দেশে বসে এত মেঘ পান কোথা থেকে? সেখানে আসে নাকি 'আষাঢ়স্য প্রথম দিবসে' (দুদিন দেখিনি মনে হয় ? নাকি ছিলেন ব্লগে)

স্বপ্নীল_হাসান বলেছেন: এই ফেব্রুয়ারির শীতে ব্লগের মধ্যে বৃস্টির আমেজ আনার জন্য ধন্যবাদ

তনুজা বলেছেন: আফসোস হাড়ি ভরা মন্তব্য পথেই পড়ে থাকল কবি বেচারা কষ্ট করে লিখল কিন্তু কপালে নেই তাই ইনাম মেলেনি

তামিম ইরফান বলেছেন: মেঘ-বৃষ্টির আলাপন সিরিজটা নিয়মিত লেইখেন।দারুন ভালো লাগে পড়তে।

মুনশিয়ানা বলেছেন: বেশ হয়েছে মেঘ-বর্ষার আলাপন, ভালো লাগলো। বর্ননা পড়েতো বঙ্গদেশের বরসা ঋতুর কথা মনে করিয়ে দেয়, এই অসময়ে বর্ষা কোথায় পেলেন?

Click This Link

শত রুপা বলেছেন: এই বিষন্ন সময়ে ভাল থাকুন ।

অপ্‌সরা বলেছেন: হামাগুড়ি দিয়ে মামার দিকে এগিয়ে আসাকে মামাগুড়ি নাম দিলে কেমন হয়?? পড়তে গিয়ে মনে হলো কথাটা।

Click This Link

তামিম ইরফান বলেছেন: আপনার মেঘ-বৃষ্টির আলাপন সিরিজটা মিস করি কেমন আছেন?

তনুজা বলেছেন: কি খবর কেমন চলছে? পিচ্চিটা (ভাগ্নে) কেমন আছে

Click This Link

তনুজা বলেছেন: হাসতে হাসতে দম আটকানোর জোগাড়

সব্যসাচী প্রসূন বলেছেন: :D.... সাধু সাধু...

Click This Link

তনুজা বলেছেন: বহুদিন পরে মেঘে মেঘে উড়ে....

তামিম ইরফান বলেছেন: দারুন লাগলো:) কেমন আছেন?

কঁাকন বলেছেন: খুব ভালো লাগলো ভালো থাকুন

ই য়া দ বলেছেন: মজা তো!

মেঘ-জ্যোৎস্না-বৃষ্টি। আহ্‌ আর কি চায়!

Click This Link

শূন্য আরণ্যক বলেছেন: খাইচে .... আপনার মুভি টেষ্ট তো অন্য রকম ...হমমম হমমম হলিউডি মুভি বেশী দেখলে .. আমাগো ঢাকার মুভির সাথে সূক্ষ কিছু মিল পাওয়া যায় ...যাক এন্টারটেইনমেন্ট ছাড়া মুভি দেখার দরকার মনে করি না । এই ধরনে মুভি দেখতে ইচ্ছা হলে রেফারেন্স রইল থ্যাংকু।

বলাক০৪ বলেছেন: আপনার মুভি টেস্ট আসলেই ভালো এন্ড ডিফরেন্ট। তবে পরীক্ষার পড়াটা..............।

Click This Link

রুবাইয়াত ইসলাম সাদাত বলেছেন: এতো মুভির এনসাইক্লোপিডিয়া! বেশকিছু আছে যেগুলো দেখা হয়নি। অনেক অনেক ধন্যবাদ। প্রিয়তে নিয়ে নিলাম।

দীপান্বিতা বলেছেন: Wao….!!!! দুর্দান্ত কালেকসন!!! দারুন লাগল.........সব
দেখেছেন!.........আমি কিন্তু এর মধ্যে অনেকগুলো দেখিনি!!!

আকাশ অম্বর বলেছেন: বাপ্রে! ম্যুভি-খেকো মেঘদূত! B-)

দারুণ।।
অনেক ধন্যবাদ।।

Click This Link

তনুজা বলেছেন: গ্রেএএট প্রথম শুভেচ্ছা আমি জানালাম উনি পারলেন না ;)

মুকুট বলেছেন: You can make money with that smile" :P নির্মল হাসিই পারে একজনকে সুখি করতে, হাসিখুশি থাকুন সবসময়!

ছন্নছাড়ার পেন্সিল বলেছেন: জন্মদিনের শুভেচ্ছা রইলো মেঘদূত।

Click This Link

তনুজা বলেছেন: অ ! টুশু তোমার তো ঘিলু বেড়ে গেছে কুইজের আগেই

টুশকি বলেছেন: কানে কানে বলি (এইসব লিঙ্ক সবাইকে দিতে নাই! টাকা পয়সার ব্যাপার স্যাপারও আছে, লোক জানাজানি না হওয়ায় ভালো। সেজন্যই তো আমি বুদ্ধি করে তনুজাপুকে ভুয়া লিঙ্ক ধরায় দিসি )

Click This Link

তনুজা বলেছেন: অ ! তা আসলে কিন্তু ভাগ বাটোয়ারা -----মনে থাকে যেন

জেমিনি বলেছেন: প্রথম তিন লাইন মনে ছিল. পরের গুলা ভুলে গিয়েছিলাম। অনেক ধন্যবাদ কবিতাটা আমাদের সাথে শেয়ার করার জন্য।

অপ্‌সরা বলেছেন: এই কবিতাটা অনেক দরকার ছিলো আমার। অনেক অনেক ধন্যবাদ

Click This Link

তনুজা বলেছেন: হা হা হা

জলে না নামিলে কেহ শেখেনা সাঁতার
হাঁটিতে শেখে না কেহ না খেয়ে আছাড়

কবির নাম বলেন কুইজের উপকার হবে

আপনার স্যারের গল্পটা ব্যাপক , বেশ মিল আছে এমন কটা ঘটনা মনে পড়ল ------একে বলে বোধহয় উদোর পিন্ডি বুধোর ঘাড়ে

Click This Link

ট্র্যানজিস্টার বলেছেন: আসলে তিনটা ডিমের দাম ১০০ বিলিয়ন ডলার না, ১০০ বিলিয়ন ডলারের দামই তিনটা ডিম ;)

নাজিম উদদীন বলেছেন: নাস্তা করতে তাহলে ট্রিলিয়ন ডলার লাগে। :)

নুশেরা বলেছেন: ইন্টারেস্টিং। এরা বড় অঙ্কের নোটের ব্যবস্থা করলেই পারতো; আর বস্তা বয়ে নাস্তা করতে যেতে হতোনা তাহলে :)

Click This Link

টুশকি বলেছেন: ভালো লাগলো
অন্যসময় হলে বলতাম "বৃষ্টি কে জাতি জানতে চায়!"
আপনি তো দেখি পুরা রবীন্দ্রভক্ত

ইমন জুবায়ের বলেছেন: বাহ্

মুনশিয়ানা বলেছেন: কান পেতে শুনলাম, মেঘ-বৃষ্টির মধুর আলাপন... ভাল লাগলো। স্মৃতিমেঘ বলেছেন: খুব সুন্দর ভাবে কাব্যিকতায় কথোপকথন।

তামিম ইরফান বলেছেন: আপনার "মেঘ-বৃষ্টির আলাপন" সিরিজটার জন্য সবসময় অপেক্ষায় থাকি:)

তামিম ইরফান বলেছেন: বৃষ্টিঃ হায়। সবার মনেই এই এক কথা, "কী জানি কিসেরই লাগি প্রাণ করে হায়-হায়।।
......................................

বিয়ার লাগি :P

mehedi বলেছেন: দারুন লাগলো
য়ু আর আ ট্যাগোরিয়াস ম্যান

অরুণোদয় বলেছেন: লেখাটা তো বেশ হলো.....

তনুজা বলেছেন: হুমম 'রবীন্দ্রনাথ আমার ধ্যান, মন প্রান পূজা সব ' হুমম

+++

নিকখানা তো কালিদাসের থেকে নেওয়া

Click This Link

আদী ইউসুফ বলেছেন: মনটা ভালো কইরা দিলেন...

শান্তির দেবদূত বলেছেন: বাহঃ !চমৎকার গানতো !

Click This Link

টুশকি বলেছেন: মামা তারপর?
হাহাহা
এন্ডিং টাই মজার লাগসে বেশি!

মুক্ত বয়ান বলেছেন: সেরাম হইছে.. সেরাম!!!
পিলাচ!! ;)

আকাশ অম্বর বলেছেন: বাহ্‌ !

Click This Link

কাপািলক বলেছেন: গানটি তো মন মাতানো

Click This Link

তনুজা বলেছেন: জটিল কাহিনি

বাইদ্যওয়ে ---------আপনার এত সময় থাকে কেন -----মৌজ করে সিনেমা দেখতে বসেন

? শুনে মোটেই ভাল লাগল না -----গরররররররররর

তামিম ইরফান বলেছেন: সিনেমার নায়িকাটা সুন্দর আছে:)

তামিম ইরফান বলেছেন: হ্যা চিনেছি:)......আমার ইরানী মুভির প্রতি দূর্বলতা জন্মেছে এই মেয়েকে দেখার পর থেকেই:P। লিওনার্ডো ডি ক্যাপ্রিওর সাথেও একটা সিনেমা করেছিলো।

তামিম ইরফান বলেছেন: আমার সবসময়ই মনে হয় দুনিয়ার সবচাইতে সুন্দরী মেয়েরা হচ্ছে এই পারস্যের মেয়েরা।:) অ:ট: আমার নানী ছিলেন ইরানী:)

Click This Link

অনন্ত দিগন্ত বলেছেন: লেখাটি যেমন সুন্দর হয়েছে, তেমনি চমৎকার একটা গানের লিংক দেয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ...

রুবাইয়াত ইসলাম সাদাত বলেছেন: এখানে এখন মেঘ গুড়গুড় করছে। বৃষ্টি হয়েও গেছে এক পশলা। আর সাথে লেখাটি একেবারে পারফেক্ট।

আবু সালেহ বলেছেন: এখানে ঠান্ডা হাওয়া.... সেই সাথে মৃদু বৃষ্টি আর আপনার কাব্য ....মিলেছে বেশ...

সহেলী বলেছেন: ভাল লাগা রেখে গেলাম ।

Click This Link

শেরজা তপন বলেছেন: কবিতার সমালোচনা করার এলেম আমার নেই- তবুও যতটুকু বুঝলাম ভাল লেগেছে

তনুজা বলেছেন: সাবওয়ের দিকে চলতে চলতে এসব উদয় হয় কেন ভাই? এদের কি কোন আক্কেল হবে না যে ব্যস্ততার সময় আমাদের এসব মনে পড়াতে নেই

তামিম ইরফান বলেছেন: এই যাহ!......:| প্রথমে মনে করেছিলাম আপনার এ্যাপার্টমেন্টের ঐ ললনার কথা বলছেন...........::P

ঋভু অনিকেত বলেছেন: রবি ঠাকুরের ভাষা ও কবিতার সার্থক ব্যবহার। ভালো লাগলো!

আকাশ অম্বর বলেছেন: চমৎকার !
......বৃষ্টির ফোটাঁয় মেশানো একটি চুম্বন
অধর-ই বলে দিক অধরা মনের কথা।......

অপ্‌সরা বলেছেন: কবিতা পোস্ট খুব সুন্দর!!

মন মানে না বলেছেন: "বৃষ্টির ফোটাঁয় মেশানো একটি চুম্বন
অধর-ই বলে দিক অধরা মনের কথা।"
আন্নের কবিতা বালা পাই । +++

অপ্‌সরা বলেছেন: তুমি কি কিছু না লিখে শুধুই পড়েই যাচ্ছো আজকাল??
আর অপ্সরারা তো মেঘেদের রাজ্যেই থাকে। এ আর নতুন কি ??

Click This Link

মুহিব বলেছেন: প্রিয় চট্টগ্রামের প্রিয় এই গানটি মনে করিয়ে দেয়ার জন্য ধন্যবাদ।

অপ্‌সরা বলেছেন: তুমিও কি চট্রগ্রামের নাকি মেঘদূত??

আকাশ অম্বর বলেছেন: চিটাগাং সুন্দর !

Click This Link

শূন্য আরণ্যক বলেছেন: আমি আবার ভাবলাম -- হিন্দি সিনেমার রজনীকান্ত নাকি ;)

অনন্ত দিগন্ত বলেছেন: জীবনে এমন গান গুলো খুব কমই শোনা হয়েছে, আপনার পোষ্টের সুবাদে আরেকটা শোনা হলো ... আপনাকে অনেক ধন্যবাদ

( অ.ট - আপনি আমার আগের লেখাগুলো যেভাবে খুজে খুজে পড়ছেন, তাই দেখে আজকে আরো কয়েকটা লেখা ড্রাফট থেকে বের করে দিলাম আপনার জন্য )

Click This Link

অপ্‌সরা বলেছেন: নির্বাসিত বাহিরে অন্তরে।। খুব প্রিয় একটা লাইন

চাঙ্কু বলেছেন: খুব সুন্দর ১টা রবীন্দ্রসঙ্গীত । তার উপর মিতা হকের কন্ঠ ।
ধন্যবাদ ।

Click This Link

সিফাতরক্‌স বলেছেন: বৃষ্টি শব্দটা শুনলেই মনতা সিক্ত হয়ে উঠে।

অপ্‌সরা বলেছেন: এমন দিনে তারে বলা যায়.....
এমন ঘন ঘোর বরিষায়

Click This Link

একলব্যের পুনর্জন্ম বলেছেন: ভাই রে -- অনেক খিদা লাগছে , আপনি আপ্যায়নের কথা বলে আরো উদাস করে দিলেন মনটা --বাহ --আপনাকেও কোনোদিন আমার ঐদিকে দেখিনি তো, যদিও পাশেই বসে থাকেন লিস্টে :) আপনাকেও শুভেচ্ছা --- :)

মমমম১২ বলেছেন: হুমমমম কেন যে এতগুলো ম নিজেও জানিনা।তবে এখন 'ম' গুলো অনেক প্রিয়।

Click This Link

পেপারওয়েট বলেছেন: সুন্দর পোস্ট। "মেঘের মেলায় সুরের খেলা" জাতীয় শিরোনাম হতে পারতো! আপনার দেয়া শিরোনামটা অবশ্য আরো ভালো...দিলাম একটা প্লাস+

রুবাইয়াত ইসলাম সাদাত বলেছেন: মন ভালো করে দেবার মত একটি লিখা। খুব ভালো হয়ে গেল মনটা।

Click This Link

নীলতারা বলেছেন: আমি সুন্দর আছি, আর আপনার তো মন খারাপ! কী আর বলবো! মন আপনার ভালো হয়ে উঠুক... এই কামনাই রইলো।

এস এ মেহেদী বলেছেন: হায় তার চিরদিনের সেই আরেকজনটি কোথায়? অসাধারণ ভালো লাগা নিয়ে গেলাম। শুভ সকাল আপনাকে।

মমমম১২ বলেছেন: হুমমম ভাবনার কথা,চিরদিনের আরেকজনটি কোথায়!!! সময় হলেই হয়ত সামনে এসে দাড়াবে।

সোহানা মাহবুব বলেছেন: বাদলা দিনেই বোধ করি চিরদিনের আরেকজনের জন্য মন কেমন করে..ভাল লাগলো।+++

রিমঝিম বলেছেন: পথহারা পাখি আজ মন খুলে গাইলোই বা গান। কিন্তু হায় তার চিরদিনের সেই আরেকজনটি কোথায়? সুন্দর!!

নিরুপমা বলেছেন: চিরদিনের সেই আরেকজনটি থেকেই যায় অন্তরে অথবা বাইরে।তবুও

......

নাজনীন খলিল বলেছেন: সুন্দর লেখা।++++++++++++++++++++++

Click This Link

ইমন জুবায়ের বলেছেন: +++++++++++++++++

Click This Link

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: খুব ভালো লাগলো। তাই সরাসরি প্রিয়তে নিলাম।

সুকুমার রায় আমার খুব প্রিয় মানুষ! তাঁকে সামনে আনলেন বলে ধন্যবাদ।

সোহানা মাহবুব বলেছেন: প্রামাণ্যচিত্রগুলো দেখেছিলাম।আমার খুব প্রিয় সুকুমার রায়....সত্যজিৎ রায়..........মাঝে মাঝে অবাক লাগে.........একই পরিবারে কি করে এতোগুলো প্রতিভার জন্ম হল!!!অবসরে সুকুমারের হ-য-ব-র-ল পড়ে দেখবেন.......ভাল লাগবে। আপনার লেখাটির জন্য ধন্যবাদ।

Click This Link

সাপ্নিক বলেছেন: খুবই ভাল লেগেছে।আজকে এই মেঘলা দিনে লিখাটি খুব উপভোগ্য।

ঊননের মুখ থেকে বলছি বলেছেন: আমি পুরাটাই পড়েছি চমৎকার লেখা ম্যাপটা আরো সুন্দর হয়েছে, ধন্যবাদ আপনকে।

সোহানা মাহবুব বলেছেন: মেঘদূত আগেও পড়া ছিল.......আপনার লেখাতে আরেকবার ঝালাই হল।অসাধারণ একটা কাব্য। আমার অনেক প্রিয় বইগুলোর একটি।অনেক ধন্যবাদ।

সোহানা মাহবুব বলেছেন: ওয়াও :) আগেই ঐ পোস্টের জন্য প্লাস দিয়ে রাখলাম। +++ আর অধীর প্রতীক্ষায় পথ চেয়ে রইলাম মেঘদূতের কবিতার পোস্টের জন্য।

Click This Link

শ্রাবনসন্ধ্যা বলেছেন: মন এমনই........মেঘ বৃষ্টিতে বিক্ষিপ্ত হয়ে যায়...
"আপনি" তো অনেক ভাগ্যবান! এত চমৎকার, মন কেমন করা একটা চিঠি পেল।

জইন বলেছেন: অসাধারণ.......... ইস্ এভাবে কেউ যদি আমাকে নিয়ে লিখতো..... আহা লিখুক না..........

সোহানা মাহবুব বলেছেন: মেঘের চিঠি.....ভাল লাগার শীতল স্পর্শে ঋদ্ধ.....+++

তারার হাসি বলেছেন: নিশ্চয় ভাল আছেন, আনন্দে আছেন... এমন করে চিঠি লেখার মানুষ আছে তার, ভাল না থেকে উপায় কি ! হাসি নিবেন - নতুন শিখলাম।

অপ্‌সরা বলেছেন: মেঘদূত প্রজাপতিকন্যা বলেছো কেনো বুঝেছি। সেই তিতলীর গল্পটার জন্য তাইনা? হাহাহা আমার কিন্তু অনেক বুদ্ধি। মাঝে মাঝে মন খারাপের মেঘে ভর করে মেঘের দেশে উড়ে যাই।

সহেলী বলেছেন: এটাও ভাল তবে আমা মেঘের চিঠি- ৩ টাই বেশী ভাল লাগল ।

Click This Link

ইচ্হে বলেছেন: অদ্ভুত অদ্ভুত অদ্ভুত সুন্দর !
++++++++

নাজিরুল হক বলেছেন: মজার ভিডিও।
পাশের দালানের দিকে নজরটা একটু বেশী ই যায়। :)

রিয়াজরানা বলেছেন: বেশি জটিল................ :) দেখার পর কত বার যে অফিসের জানলা দিয়া বাইরে তাকাইলাম :P কিন্তু অন্য কোন জানলা খুজে পেলাম না ....আফসসসসসসসস :( :( :( :|

বরুণা বলেছেন: তোমাকেও ধন্যবাদ ভিডিওটার জন্য।

দীপান্বিতা বলেছেন: অসাধারণ!......করপোরেট জগতটা যন্ত্রের মত লাগে......এমন জানলা সবাই যেন পায়....:)

নিস্সঙ্গ যোদ্ধা বলেছেন: মুরুব্বীরা কয়, জানালার পেরেম নাকি মিস হয় না ............... B-)

Click This Link

সোহানা মাহবুব বলেছেন: বেশ ভাল লাগার আমেজ মেশানো। +++++++++

অপ্‌সরা বলেছেন: বাপরে!! এমন করে তুমি ভেবে ভেবে লিখতে পারো!! অবাক হই।

সহেলী বলেছেন: আফসোস আগে কেন পড়িনি !

চিটি (হামিদা আখতার) বলেছেন: আমিও আফসুস খাইলাম আগে পড়া হয়ে উঠেনি।

নিস্সঙ্গ যোদ্ধা বলেছেন: "টিনের চাঁলের সেই ছোট্ট কুটিরের উত্তর মুখি দখিন মুখির জানালা সব খুলে দিয়ে ছোট্ট চেয়ার টেবিলে গাঢ় ধুসর পাঞ্জাবিতে একজন দরজার দিকে পিঠ দিয়ে বসে রয়েছেন...দৃষ্টি বাহিরের অঝর ধারার দিকে..."

অসাধারণ বর্ণনা .......... অনেকদিন এভাবে বৃষ্টি দেখা হয় না। +++

Click This Link

সোহানা মাহবুব বলেছেন: তিন নম্বর চিঠির জবাব নেই।+++ এত চমৎকার করে লিখেছেন........আপনার রহস্যময় বন্ধুটি সত্যিই ভাগ্যবান।

সহেলী বলেছেন: পড়ছি আর ভাবছি এটা কি আমার কথা আপনি লিখে দিলেন ?
অ:ট: ভাটার টানে করে দেন না , এত সুন্দর একটা লেখা ।

রুখসানা তাজীন বলেছেন: চিঠি লিখাতে কেউ কম যায়না দেখি।

সুলতানা শিরীন সাজি বলেছেন: নিজে একটা লেখা শুরু করেছি অপ্রকাশিত চিঠি নামে......। খেয়ালই করিনি এতসুন্দর চিঠি পর্ব চলছে এখানে......১।২।৩ পড়লাম....৪ নং টা বিকালে পড়েছিলাম। ভালো লাগলো। ভাবনাগুলোর কিছু মিল তো থাকেই........যেখানে যতদুরেই থাকিনা কেনো........সব মানুষেরই কমন কিছু দিক থাকে। যখন খুব মিলে যায় তখনই সেই ভালোলাগাটার একটা নাম হয়। শুভেচ্ছা রইলো........

Click This Link

সাপ্নিক বলেছেন: অসাধারণ কাজ।আপনার নিকটা মেঘদূত রাখা সার্থক।
সাপ্নিক বলেছেন: আপনার পুরো সিরিজটা প্রিয়তে নিলাম।

Click This Link

নুশেরা বলেছেন: মেঘদূত দেখি আজ মেঘ ছেড়ে মুভি আর গানে :)। কেমন আছো?

বিদ্রোহী রণ ক্লান্ত বলেছেন: হায় ! হায় ! আগে জানলে লেবানন যাইতাম........:):)| যাক গা, বউ ঘুমাক, তার পরে দেখমুনে

সোহানা মাহবুব বলেছেন: লেবানিজ মেয়ে আর ছেলেগুলো তো ব্যাপক সুন্দর............।আর গানের অর্থ না বুঝলেও সুরের মুর্ছনায় হারিয়ে গেছিলাম বেশ কিছুক্ষণ।ভাল লাগল। +++

সোহানা মাহবুব বলেছেন: গানটা মেলোডিয়াস...............থ্যাঙ্কু থ্যাঙ্কু..........ভাল লাগসে।

তামিম ইরফান বলেছেন: মুভি আর গানের ক্ষেত্রে আমার পছন্দের সাথে আপনার বেশ মিল আছে দেখা যায়:).......ন্যান্সি আজরামের প্রায় সবগুলি গানই ভালো লাগে....

Click This Link

দীপান্বিতা বলেছেন: বাবাঃ......এতো কল্পনাও করতে পারেন!......যদিও আপনি তো কবি......ভাল লাগল.....:)

সুলতানা শিরীন সাজি বলেছেন: সুন্দর কথোপকথন.......

গায়ত্রী সান্যাল বলেছেন: ঠাৎ খেলার শেষে আজ কী দেখি ছবি--স্তব্ধ আকাশ, নীরব শশী রবি রবিঠাকুর দিয়ে শেষ করলেন! প্রণাম।

Click This Link

দ্রোহি বলেছেন: মেঘেরা সব গলে যাক রিমঝিম সূর হয়ে
প্রতিক্ষার জানালায়.................................
সুপ্রভাত মেঘদূত!

সুলতানা শিরীন সাজি বলেছেন: প্রার্থনার মত চাওয়া.........
আশাকরি আসবে সেই সব পথহারা সুর.......।শুভকামনা।

সোহানা মাহবুব বলেছেন: মেঘ দেখলে মন উদাসের এই মন্ত্র বুঝিবা কালিদাস আমাদের রক্তে বপন করে দিয়েছেন।লেখাটা খুব ভাল লাগল।+++++++++++++++++++

অফটপিক: (এবার কিন্তু প্লাস দিয়েছি দুটো,একটা দেখতে পাচ্ছেন....আরেকটা মনে মনে দিয়ে গেলাম) ভাল থাকবেন মেঘদূত.......অনেক অনেক ভাল.......কেননা সবার মনের বারতা তো বইতে হবে আপনাকেই। :)

চিটি (হামিদা আখতার) বলেছেন: আপনার নিকের সাথে এই লেখার একটা যোগসূত্র আছে। সেটা ভাবালো। হে টুকরো মেঘ

Click This Link

ইমন জুবায়ের বলেছেন: এত মিষ্টি কন্ঠস্বর যে কি বলব!

সোহানা মাহবুব বলেছেন: অসাধারণ মিষ্টি লাগল...........

শেয়ার করার জন্য কৃতজ্ঞতা জানবেন......জানবেন মুগ্ধতা। +++

চিটি (হামিদা আখতার) বলেছেন: শুধু তোমায় ভেবে ভেবে কতদিন দিন রাত গেছে বয়ে.....। গুন গুন গাইছি..........। কত মিষ্টি সুর..ধন্যবাদ শেয়ার করার জন্য।

Click This Link

সহেলী বলেছেন: কবিতা যেমন ভাল লাগছে , ছবিটা আরো .....
অ:ট: তোমাকে ঘিরেই তো-- হবে কি ?

সোহানা মাহবুব বলেছেন: কবিতা পড়ে এরকম দিগন্তবিস্তৃত একটা ঘাসফুলে ছাওয়া মাঠের কথাই মনে পড়ে। ছবি ও কবিতা দুটোই চমৎকার। +++

কেমন আছেন মেঘদূত?

Click This Link

দারাশিকো বলেছেন: খুব ভালো হল। ডাউনলোড করে দেখে নেয়া যাবে!

আপনাকে এবং আপনার সিনেমা সংক্রান্ত পোস্টগুলোকে পেলে সিনেমাখেঅর গ্রুপের সদস্যরা বেশ খুশিই হবে আশা করছি। জয়েন করুন ..

সোহানা মাহবুব বলেছেন: নিয়ে গেলাম।পরে দেখে জানিয়ে যাব কেমন লাগল।তবে ভাল যে লাগবে তা খুব বুঝতে পারছি।একটা প্লাস তাই দিয়ে গেলাম।

Click This Link

অপ্‌সরা বলেছেন: ভাবনাগুলো যদি শিশির হতো
তাইলে এত্তোদিনে আপনাকে যতো বার মনে করেছি,
সব ভাবনা কল্পনার আকাশে ছড়িয়ে ছোটোখাটো একটা বৃষ্টি নামানো যেতো বাপরে!! এই না হলে মেঘদূত।

Click This Link

মমমম১২ বলেছেন: আহা কি আনন্দ আকাশে বাতাসে
মেঘদূতের মন আজ নাচে

Click This Link

সোহানা মাহবুব বলেছেন: মনে হল বৃষ্টিতে ভিজছি।দারুণ অনুভূতি। :)
অনেক অনেক ধন্যবাদ মেঘদূত। চমৎকার লাগল। +++

Click This Link

আইসিস বলেছেন: আমি তাই আবেগের পায়ে পরিয়ে দিলাম শিকল ....... হুম........ভালো লাগলো ।

Click This Link

সোহানা মাহবুব বলেছেন: লাউ দিয়ে ডিমের তরকারির কথা প্রথম শুনলাম। যাহোক,খেতে ইচ্ছে করছে। তবে আপনার হাতের রান্না নয় অবশ্যই,আপনার মায়ের হাতের রান্নাটা। আপনার হাতের রান্না খাবার রিস্কে যাচ্ছিনা বাপু। ;) :P :D

নুশেরা বলেছেন: মেঘের ভেলায় চড়া মানুষের রান্নাবান্নার কাহিনী পড়ে মজা পেলাম। রেসিপিটা বলা যায়? মানে, মায়েরটা :)

Click This Link

তামিম ইরফান বলেছেন: হে হে:).........ইয়ে আপনার এ্যাপার্টমেন্টের ঐ ললনা নিয়ে আর কোন পোষ্ট তো দিলেন না:P.........উনি কি এখনও আছেন?:)

Click This Link

মন মণষা বলেছেন: ভাই...আমার ত সিন গুল মনে করলেই হাসি পাচ্ছে...আর মঞ্চের অংশটা তো অসাধারন...একই মঞ্চে মহাভারত-মোঘল...আর অন্ধ বেচারার কিছুক্ষন পর পর “ইয়ে সব কেয়া হো রাহা হে” সাধারন জনগন এর অবস্থাই মনে করিয়ে দেয়...অসাধারন একটা সিনেমা

Click This Link

সহেলী বলেছেন: কি হল ? মেঘদূত এমন করে কি পারে বলতে !

Click This Link

অপ্‌সরা বলেছেন: এত সিনেমা কখন দেখো তুমি মেঘদূত??

সোহানা মাহবুব বলেছেন: সিনেমাকথন ভাল লাগল। মন খারাপ ছিল, এখন কি ভাল? বেলজিয়াম থেকে ফিরলাম কাল। খুব ভাল লেগেছে ভ্রমণ। শুভকামনা রইল। +++

আলী আরাফাত শান্ত বলেছেন: ভালাইতো! ভালো সিনেমার মতোই ভালো থাকেন!

Click This Link

সোহানা মাহবুব বলেছেন: ভিডিওটা যখন চলছিল, আমি চোখ বন্ধ করে বৃষ্টির স্বাদ নিচ্ছিলাম।আহা! আমাদের মত বৃষ্টি-বিলাসী মানুষগুলোর জন্য আপনার এই ভিডিও এক গ্লাস অমৃতের চাইতে বেশি। প্রিয়তে। +++

দীপান্বিতা বলেছেন: বা!...বা!......খুব ভাল!......নাক দিয়ে ধোঁয়া কই ....;)

Click This Link

মমমম১২ বলেছেন: বাহ মেঘদূত

অলস ছেলে বলেছেন: হুমমম। সবাই ই দেখি মৃগয়া করে। বেশ ;)

সোহানা মাহবুব বলেছেন: চমৎকার বারতা পেয়েছেন দেখছি! +++

দীপান্বিতা বলেছেন: অপূর্ব !!! ....

.........তারপর....:)

+

তারার হাসি বলেছেন: সুন্দর একটা জগৎ আছে আপনার। শুভেচ্ছা।

Click This Link

নুশেরা বলেছেন: বাহ্ চমৎকার দিনলিপি। এমন আরও আসুক।

Click This Link

পারভেজ বলেছেন: কয়েকটা ছবি অসাধারণ। ++++

Click This Link

অপ্‌সরা বলেছেন: বাব্বাহ!!আজকাল এত সিনেমা দেখছো???
ব্যাপার কি মেঘদূত!!

Click This Link

বাবুনি সুপ্তি বলেছেন: হুম । তাহলেতো আর ১০০ হবেইনা যদি এভাবেই বসে থাকেন। মেঘপঞ্জিকা অনেক কিউট নাম। :)

Click This Link

শাওন৩৫০৪ বলেছেন: ইশশিরে....এ ছিনেমা নিয়া এখন পর্যন্ত সবচেয়ে বেশি রিভিউ পাইলাম..ছবিডা ভালা লাগছে...সেই জন্য প্লাসার্কি...;)

ম্যাক্স পেইন বলেছেন: দুই দিন পরপর মেলিনা উফ্‌ পেইন হইয়া যাইতেসি

বোহেমিয়ান কথকতা বলেছেন: এই মুভিটা দেখছিলাম মনিকার রূপ দেখার জন্য, দেখার পর তার অভিনয় ভাল লাগল জেবনে পরথম বারের মত :P
মুভিটা বেশ ভাল ++

Click This Link

অপ্‌সরা বলেছেন: মেঘ থেকে নেমে এসে কি সারাদিন রাত ম্যুভি নিয়েই থাকো মেঘদূত???:P

মমমম১২ বলেছেন: হুমম পিচ্চির শেষ প্রশ্নটা আমারো,শেষের প্রশ্নটা কিন্তু আলাদা।

Click This Link

মমমম১২ বলেছেন: বাপরে এত মুভি দেখে কি করে !!

Click This Link

হাসান মাহবুব বলেছেন: যাক...অবশেষে একজনকে পেলাম। অযান্ত্রিক আমার সবচেয়ে প্রিয় ছবিগুলোর মধ্যে একটা। অনেকবার দেখা। শুরুতে খুব মজা পাচ্ছিলাম। ভেবেছিলাম কমেডি ছবি বোধ হয়! অসাধারণ মানবিক কাহিনী। অসাধারণ পরিচালনা, ঐ সময়ের বাংলা ছবিগুলোর তুলনায় একেবারেই অন্যরকম। আর অভিনয়ের কথা নাই বা বললাম...উনার নামটা ভুলে গেছি, কে যেন নামটা?

Click This Link

দীপান্বিতা বলেছেন: গানটা ডাউনলোডে দিলাম......বাংলা!...এটাও আপনার তোলা! ভাল লাগলো। তবে কি একটা যেন কম! ...কিছু সাদা রজনীগন্ধার স্টিক যদি জানলায় থাকত!!!

Click This Link

আহমেদ রাকিব বলেছেন: ভাল রিভিউ। পড়েই দেখতে ইচ্ছে করছে। অনেক ধন্যবাদ।

ফারহান দাউদ বলেছেন: নিয়ন্ত্রিত রিভিউ, কাহিনী বলে দিলে মজাটাই মাঠে মারা যেত। টরেন্টে ঢুঁ মেরে দেখতে হবে।

মুভি পাগল বলেছেন: ছবির স্ক্রীণশট দেখেই পছন্দ হয়ে গেল। টরেন্ট থেকে নামিয়ে দেখব

Click This Link

মমমম১২ বলেছেন: গানের ভেতর আমার নিক টা আছে তাই পিলাচ:P

বাবুনি সুপ্তি বলেছেন: আমার প্রিয় মানুষটি এভাবে আমাকে বললে আমি জেতাম..

বাবুনি সুপ্তি বলেছেন: :) মন খারাপ হলেও আপনার জবাবে মন ভাল হয়ে গেছে। :)

তারার হাসি বলেছেন: অপূর্ব !

Click This Link

দীপান্বিতা বলেছেন: তবে এই লেখার হকদার ..........চিঠির ইতিতে লেখা থাকবে কার !!!

;)

নাজনীন খলিল বলেছেন: সুন্দর!+++++++++++

বাবুনি সুপ্তি বলেছেন: চিঠির আরও বাকি আছে? কবে দিবেন সেটা?

বাবুনি সুপ্তি বলেছেন: শশীঃ চিঠির ইতিতে লেখা থাকবে কার


এটা জানার জন্য। :)

সুলতানা শিরীন সাজি বলেছেন:
লেখার হকদার যেই হোক.....সুন্দর চিঠি....

শুভকামনা ।

তারার হাসি বলেছেন:
এত সুন্দর চিঠির শেষটায় বিভ্রান্ত হলাম... চিঠিটা কার !
থাকুক রহস্য নিয়েই।

নিস্সঙ্গ যোদ্ধা বলেছেন: লিংক ধরে চিঠি পড়ছি না ...... ১,২,৩ ... সিকুয়েন্স অনুযায়ী পড়ছি। অনেক ভালো লাগছে ..... প্রতিটা চিঠিতে অনুভূতির প্রকাশটা অসাধারণ লাগছে .......

রবি ঠাকুরের বই আমার খুব একটা পড়া হয় নি -- একটু কঠিন লাগে। আপনার চিঠির সাবলিল ভঙ্গি দেখে খুব ভালো লাগছে।

Click This Link

বাবুনি সুপ্তি বলেছেন: হি হি হি :) ভাইয়া আপনার ভাগ্নে টা অনেক কিউট। কি সুন্দর করে উত্তর দিলো!!!! বাবুটার ১ টা ছবি দেখানো যাবে?

মানবী বলেছেন: কতো রকম প্রচেষ্টা.. অথচ ছোট্ট ভাগ্নের নিষ্পাপ কথাব সব বিরক্তি, কর্মহীনতার ক্লান্তি কেটে গেলো যেনো!!

+

মমমম১২ বলেছেন: কেন ,এত মুভি কিভাবে দেখে তার উত্তরে খুব বলেছিলেন সোফায়
হেলান দিয়ে আরাম করে..............
এখন মুভি দেখে ক্লান্ত কেন!

পুচকা গুলোই জীবনের সব ক্লান্তির অবসান,সব শান্তির উৎস।

ফারা তন্বী বলেছেন: পুচকার ছবিটা কপি করে রাখছি। ডিলিট করতে বললেও কোরবো না। এটা আমার হবিগুলার একটা।এই ্ব্লগের অনেকের অনেক বাবুর ছবি আছে আমার কাছে।

আকাশ অম্বর বলেছেন: ছোট ভাগ্নেকে অনেক আদুরে প্লাস্‌! মামার কিঞ্চিত অস্থিরতা পায়ে-পায়ে তাচ্ছিল্য সহকারে দূরে ঠেলে দেয়ার জন্য!

শুভকামনা, মে ঘ দূ ত।

Click This Link

মমমম১২ বলেছেন: ঈদ মোবারক
গানটা মাতা কন্যা উভয়েরই খুব পছন্দ
আপনার একটা পোষ্ট থেকেই অনেকদিন আগে এটা পেয়েছিলাম।:)

সহেলী বলেছেন: তোমার এলেখাটা পড়ে একটা পোষ্ট দিতে ইচ্ছে করছে আমার । তোমার মত অবস্থা হয় এক একবার মনের ।
লেখাটা মন দিয়ে পড়তে হল আমার ।

Click This Link

সুলতানা শিরীন সাজি বলেছেন:
শততম পোষ্টে অভিনন্দন
..............অনেক শুভকামনা থাকলো।
মেঘদূতের লেখা চলুক নির্মল মেঘেদের মতন উড়ে উড়ে, ঘুরে ঘুরে।

শুভেচ্ছা রাশি রাশি।

ফেরারী পাখি বলেছেন: শততম পোষ্টের অভিনন্দন। অভিনন্দন এবং অভিনন্দন।
চলতে থাকুক মেঘ থেকে আসা দূতের লেখা।

মুনশিয়ানা বলেছেন: মেঘদুতকে শততম পোষ্টের শুভেচ্ছা। ভাল থাকবেন...

সহেলী বলেছেন: শততম পোষ্ট শত শত শব্দে ডুবিয়ে দিল ।
শুভকামনা তোমার জন্য ।

নিস্সঙ্গ যোদ্ধা বলেছেন: অনেক ভালো লাগলো এ চিঠিটাও।

ডায়েরির পাতায় নীল ফুলের কথা দেখে আমারও মনে পড়ে গেলো সেই নীল ঘাসফুলের কথা।

খুব ছোট্টবেলায় আমার বাসার সামনে নীল রংগের অনেক ঘাসফুল ফুটতো। কিছু ঘাসফড়িং-ও উড়তো তার চারপাশ দিয়ে। আমি সারা সকাল ঘাসফড়িং এর পিছনে দৌড়াদৌড়ি করতাম তাকে ধরার জন্য। জীবনটা তখন রংগিন ছিল, রংধনু এর মতন।

এখন ঘাসফুল আর দেখতে পাই না। কোনকিছুই আর মোটেই ভাল লাগে না। জীবনটা মনে হয় এখন কালার-ব্লাইন্ড হয়ে গেছে।

Click This Link
সর্বশেষ এডিট : ২৮ শে আগস্ট, ২০১১ সকাল ৭:৩১
২৭টি মন্তব্য ২৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পেচ্ছাপ করি আপনাদের মূর্খ চেতনায়

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২০ শে ডিসেম্বর, ২০২৫ রাত ১১:৩৮

আপনারা হাদি হতে চেয়েছিলেন, অথচ হয়ে গেলেন নিরীহ হিন্দু গার্মেন্টস কর্মীর হত্যাকারী।
আপনারা আবাবিল হয়ে অন্যায়ের বিরুদ্ধে দাড়াতে চেয়েছিলেন, অথচ রাক্ষস হয়ে বিএনপি নেতার ফুটফুটে মেয়েটাকে পুড়িয়ে মারলেন!
আপনারা ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে... ...বাকিটুকু পড়ুন

নজরুল পরিবারের প্রশ্ন: উগ্রবাদী হাদির কবর নজরুলের পাশে কেন?

লিখেছেন মাথা পাগলা, ২১ শে ডিসেম্বর, ২০২৫ রাত ৩:০১



প্রায় অর্ধশতাব্দী আগে কাজী নজরুল ইসলামের দেহ সমাধিস্থ করা হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদের পাশে। শনিবার বাংলাদেশের স্থানীয় সময় বিকেল ৪টে নাগাদ সেখানেই দাফন করা হল ভারতবিদ্বেষী বলে পরিচিত ইনকিলাব মঞ্চের... ...বাকিটুকু পড়ুন

হাদির আসল হত্যাকারি জামাত শিবির কেন আলোচনার বাহিরে?

লিখেছেন এ আর ১৫, ২১ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ১০:৫৪


গত মাসের শেষের দিকে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ারের ছেলে সালমান, উসমান হাদির সঙ্গে খু*নি ফয়সালের পরিচয় করিয়ে দেন। সেই সময় হাদিকে আশ্বস্ত করা হয়—নির্বাচন পরিচালনা ও ক্যাম্পেইনে তারা... ...বাকিটুকু পড়ুন

দিপুকে হত্যা ও পোড়ানো বনাম তৌহিদী জনতা!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২১ শে ডিসেম্বর, ২০২৫ বিকাল ৩:০৫


পাইওনিয়ার নিটওয়্যারস বিডি লিমিটেড (Pioneer Knitwears (BD) Ltd.) হলো বাদশা গ্রুপের (Badsha Group) একটি অঙ্গ প্রতিষ্ঠান। বাদশা গ্রুপের প্রতিষ্ঠাতা ও প্রধান কর্ণধার হলেন জনাব বাদশা মিয়া, যিনি একইসাথে এই... ...বাকিটুকু পড়ুন

সাজানো ভোটে বিএনপিকে সেনাবাহিনী আর আমলারা ক্ষমতায় আনতেছে। ভোট তো কেবল লোক দেখানো আনুষ্ঠানিকতা মাত্র।

লিখেছেন তানভির জুমার, ২১ শে ডিসেম্বর, ২০২৫ রাত ৮:২২



১০০% নিশ্চিত বিএনপি ক্ষমতায় আসছে, এবং আওয়ামী স্টাইলে ক্ষমতা চালাবে। সন্ত্রাসী লীগকে এই বিএনপিই আবার ফিরিয়ে আনবে।সেনাবাহিনী আর আমলাদের সাথে ডিল কমপ্লিট। সহসাই এই দেশে ন্যায়-ইনসাফ ফিরবে না। লুটপাট... ...বাকিটুকু পড়ুন

×