ছুটির দিনগুলোতে আমার মেঘপঞ্জিকা শুরু হয় অতদিন ছুটি আর অতটা মুভি নিয়ে এলাম দিয়ে।
কাল একটা হিন্দী মুভি দেখেছিলাম নাম "Barah Aana"। রেটিং ভালো দেখে দেখতে বসেছিলাম। ভালো লাগলো না। এরপর আজ সকালে দেখছিলাম "Sujata" - বিমল রায়ের মুভি। খুব ভালো বুনন তার উপর এস.ডি.বর্মণের সুর। এমন না যে Sujata-র থিমের উপর আর কোনো মুভি হয়নি। হয়তোবা এটাকে ভিত্তি করেই ওগুলো বানানো হয়েছে। যাই হোক কাহিনীটা অনেকটা নৈবক্তিক প্রশ্নে দিয়ে দেয়া অপশনের মতো। এমন না হলে ওমন তো নিশ্চই হবে। অর্ধেক দেখে আর দেখার স্পৃহা হচ্ছে না। তবে অসাধারণ একটা মুভি তাতে সন্দেহ নেই। দুপুরে Sony চ্যানেলে মুভি দেখাচ্ছে দেখে বসে গেলাম দেখতে। নাম Jaawani Diwani। যদিও একঘন্টা মিস করলাম তবু কাহিনী বুঝতে কিছুমাত্র অসুবিধে হয়নি। টিপিকাল হিন্দী সিনেমা। গানগুলো বাধে আর কিছু পেলামনা এতে।
সর্বশেষ এডিট : ২৮ শে আগস্ট, ২০১১ সকাল ৭:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


