আগের চিঠিটা
গুরু,
সেদিন আপনি জানতে চাইলেন আমি আপনাকে কি গুরুদক্ষিনা দিব...কি দিব বলেন? আমি আপনাকে বৃষ্টিতে ভেজা দিনের আকাশে একটি রঙধনু একেঁ দিতে পারবো...মনের ঘুড়িতে উড়িয়ে আপনার বিষণ্ণ মূহুর্তগুলোতে আনন্দের দখিন হাওয়া মিশিয়ে দিতে পারবো...আপনার হারিয়ে যাওয়া পথে আপনার পিছু পিছু হাটবো...আপনার উঠোনের ভেজা মাটির গন্ধ বাতাসে উড়িয়ে দেব আপনার জন্য...আপনাকে আমার সমুদ্রের ঠান্ডা বালি এক টুকরো কাগজে মুড়িয়ে দিব...আপনাকে আমার সমুদ্রের পানিতে পা চুবিয়ে সূর্যাস্ত দর্শন করাবো...ভোরের রক্তিম আভাকে বলবো সে যেন আপনার কুটিরের চালের ফাঁক দিয়ে ঢুকে আপনার ঘরকে আলোকিত করে দেয়...আমি আপনার রবি ঠাকুরের কবিতা আর নীল দেবীর কল্পনা মুগ্ধ হয়ে শোনবো...আপনাকে নিয়ে বিকেলের ঠান্ডা হাওয়া খেতে বেড়োবো...আপনি সঙ্গে না নিতে চাইলেও আপনার পিছু পিছু যাবো...আপনাকে বিহন বনে ঘুড়তে নিয়ে যাবো...আপনার পকেটের পাথরগুলো যদি কোনো সময় পরে যায় আমি সেগুলো কুড়িয়ে নিব...আপনাকে বিহন বন থেকে চিঠি এনে দিব...আপনাকে গুরু বলে ডাকবো...আপনার কবিতা লেখার সময় নিদ্রার ভাব হলে আপনাকে ব্ল্যাক কফি বানিয়ে খাওয়াবো...বিহন বনের সমস্ত সবুজ রঙ আপনাকে এনে দিব...বনের জ্যোৎস্নাটা দিয়ে দিব...ক্লান্ত পথিকের মতো আপনি যখন রোদেলা দুপুরে বৃক্ষের খোজে বের হবেন আমি ছায়া হয়ে আপনার আশপাশ থাকবো...তৃষ্ণার্ত হয়ে গাছের নীচে বসলে আমি বৃষ্টির জল এনে দিব...বনের নির্জন পথে, গায়ের মেঠো পথে, সমুদ্রের অপার দেশে, মরুভূমির শেষ প্রান্ত পর্যন্ত আমি আপনার পেছনে হাটবো...শুধু কোনো এক ঝুম বৃষ্টির দিনের আমি আপনার সাথে সাথে হাটবো...
এই হবে আমার গুরুদক্ষিনা...আপনার বিশাল প্রতিভার সামনে আমার এই ক্ষুদ্র vet* আনন্দের সহিত তুলে ধরলাম...
ইতি...
শশী...
* শব্দটা বোধগম্য হল না
পরের চিঠিটা
সর্বশেষ এডিট : ২৮ শে আগস্ট, ২০১১ সকাল ৭:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




