আগের চিঠিটা
গুরু,
কেমন আছেন...কি ভাবছেন ঠিক এই মূহুর্তে...বলার আর প্রয়োজন লাগে না যে আমি আপনাকেই ভাবছি...ছোট একটা শীতল কালো পাথরে বসে সাগরের পানিতে পা ভিজিয়ে আপনাকে লিখছি...কি কপালে ভাঁজ পরে গেছে আমার চিঠির কোচঁকানো ভেজা পাতা দেখে? ডায়রীর একটি পাতা অনেক আগেই ছিড়ে ওটাতে শুধু একটি মাত্র শব্দ 'গুরু' লিখে রেখে দিয়েছিলাম আমার মোটা পাগল বিশারদ বইয়ের ভাজে...আজ বের করলাম লেখাগুলো শেষ করার জন্য...সাগরের জলরাশি গুলোর বুঝি খুব হিংসে হচ্ছে তাইতো তারা অস্থির হয়ে বারে বারে উপছে পড়ছিল চিঠির পাতার উপর...কিন্তু আজ আমি কোনো বাধায় মানবো না...সব নিয়মের বাধঁন ভেঙ্গে আমি শীঘ্রই হাজির হবো আপনার কুটিরে, আমার স্বর্গে; আপনার গানের ভান্ডার উজার করতে...আপনি গুরু, গাইড, পিলোসফার, বন্ধু, কখনো কবি আবার কখনো ভালো লাগার গোপন মানুষটি হয়ে পৃথিবীর সমস্ত বিদ্যা আমাকে দান করবেন...গুরু, উচুঁ উচুঁ মোটা দালানের বন্দী শিক্ষার শিকল ভেঙ্গে আমি আসছি আপনার কাছে জীবনের মানে শিখতে...সাদা কাগজে তার মানে লিখতে...ভালো কি মন্দ তাতো এমনি জানি, তবে কেন কৃত্রিম কিছু নিয়ম মানি...লাইব্রেরীতে সাজানো সব মোটা পুস্তক বন্ধ করে আসছি আপনার ডায়রীর পাতা পড়তে...দর্শন বুঝিনা, বিজ্ঞান আর পড়বোনা, অংকের সংখ্যা ভুলে গেছি...পুস্তকের উপর ভর করে আর নৈঃশয্য দেখবোনা...অনেক কামনা নিয়ে আসছি আপনার দুয়ারে বিস্ময় সাধনা শিখবো বলে...সত্তার আত্মা কাকে বলে জানতে...আচার সাধনার গান আপনার শিষ্যকে জানিয়ে দিবেন...অসীম সাহসের প্রেরণাতো আপনার কাছে থেকেই পেয়েছি তাই এখন আর কালো রাত্রিকে ভয় করিনা...আপনি নীল জ্যোৎস্নার বর্ণনা দিবেন...রাতকে দেখতেতো বারণ নেই তাই আমি গুরুর চোখে অমাবস্যার লুকিয়ে থাকা রুপটাকে দেখবো...গাছের পাতার রঙ সবুজ কেন আর জানবো না বরং পৃথিবীর সব সবুজের ঘ্রাণ নিব এই স্বর্গে এসে...আমি আর ফুলের বাগানে হেটে বেড়াবোনা, আজ থেকে খোপায় বাধবো শুধু আপনার অচিরার ফুল...প্রেম ভক্তি কি জিনিস শিখবো আমি আপনার কাছে, অগাদ ভালোবাসার মানে জানবো...গুরুর সঙ্গীতের পূজারী হয়ে আপনার ধ্বনির তালে নাচবো আমি...কৃতদাসের জীবন ত্যাগ করে ধ্যান করবো গুরুর চরণে...কাগজের অর্থের মায়া ভুলে যেয়ে আচল ফেলবো আপনার অচিরার তলায়...গুরু, আমি এখন হাটা শুরু করবো...পেছনে ফিরে দেখবোনা আর...চড়ার পানি দিয়ে পিপাসা মিটিয়েছি তাই ক্লান্তির রেখা মুছে গেছে...আমি আসছি...সন্ধ্যা মেলানোর পর, রাত্রি হবার আগে আসছি...সাথে আপনার জন্যে ছোট্ট একটা প্রদীপ নিয়ে...আধাঁর ঘরে আলো জ্বেলে আপনাকে দেখবো বলে...
আমি আসছি আরশী নগর কেমন জানতে...আমি আসছি আমার স্বর্গে...
ইতি...
-শশী
পরের চিঠিটা
সর্বশেষ এডিট : ২৮ শে আগস্ট, ২০১১ সকাল ৭:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




