I don't know why I keep coming back to you..........
প্রতি দিনই শপথ করি অন্যপথ ধরার। প্রতিদিনই মরে মরে তোমার ভনিতায়, নিঃশেষ হয়ে যাচ্ছি ভয়ানক ভাবে। দিবেনা বললেই ল্যাঠা চুকে বুকে পর্দা পরে যায় শেষ যবানিকার, কিন্তু তুমি, দুরন্ত জাদুকর মিথ্যে চাহনীতে ঝুলিয়ে রাখো সভার সুচনা পর্দা। আমিও অবুঝ প্রেমি, জানি নেই তুমি, তবুও ফিরে আসি বার বার তোমার বানানো... বাকিটুকু পড়ুন










