তেঁতুল ফুল
তেঁতুল ফুল
সাইফুল ইসলাম সাঈফ
জড়িয়ে ধরে লাগল পেতাম না
এতই মোটা ছিলো তেতুল গাছটা
বিশাল বিশাল শাখা-প্রশাখা
‘তেঁতুল ফুল’ এই গাছেই প্রথম দেখা।
চিকন ডাল যেগুলো ধরতে পারতাম
সেগুলো ধরে বেয়ে বেয়ে ওঠে যেতাম
গাছটার নিচে খেলতাম বিবিধ খেলা
আবার ঢিল ছুড়েও পারতাম বন্ধরা
তেঁতুল খেয়ে সংগ্রহ করতাম বিচি
বাদ দিতাম না পাতা কচি।
বীজ দিয়ে খেলতাম জোড়-বেজোড়
তখন দেখতাম প্রতিদিন ভোর।
ফুল... বাকিটুকু পড়ুন

