একা একাই
সাইফুল ইসলাম সাঈফ
বাবা ছিলেন না, একা একাই
চলে যেতাম মসজিদে সময় হলে
মনে পড়ে না, ভাইদের সাথে
কখনো গিয়েছি কিনা হাত ধরে!
ফজর হলে উঠতাম জেগে
নিজ আগ্রহে, ছুটতাম-
চিপা চাপা গলি দিয়ে
ভূতের ভয় উপেক্ষা করে
চলে যেতাম আযান শুনে
মক্তবে শিখতাম আরবি হরফ
শেখাতেন হুজুর দোয়া দরুত
আবার ডেকে উঠাতাম বন্ধুদের
আযান শুনতে পেলে দ্রুত
খেলাধুলা ফেলে্ ছুটতাম মসজিদে।
এখনও করি প্রতিদিন প্রার্থনা
খুবই কঠিন লাগে কারণ কল্পনা।
যায় না, যায় না, ঘুমিয়ে থাকি
রয়েছি আমি এখনো একাকী
সঙ্গিনী যদি থাকতো পাশে
সহজ হতো ইবাদত, আরো আবেশে।
অশান্ত হৃদয় সবসময় যুগ পেরিয়ে
শীতলতা, হৃদ্যতা সব হারিয়ে
কাঁদি তোমার দরবারে হে খোদা
উত্তম করে দাও, যাচ্ছে সময় বেহুদা।
উত্তরা, ঢাকা।
০২.১২.২৫
সর্বশেষ এডিট : ০৩ রা ডিসেম্বর, ২০২৫ দুপুর ১:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


