বিন্দু জল
সাইফুল ইসলাম সাঈফ
ঝড়, বৃষ্টি, রোদ, তুফান থেকে
রাখবো তোমায় আগলে
হবে কি আমার আপন?
হবে কি একদম কাছাকাছে?
দ্যাখো দ্যাখো হৃদয় খোলা
ভালবাসা জমে টইটুম্বর
কত সতেজ কত ঘ্রাণ
তোমার জন্যই টিকে আছে প্রাণ
তুমিই থাকো স্মরণে
তুমি আছো পরানে।
সবাইকে জানিয়ে বলছি ভালবাসি
আমার আনন্দ, তোমার হাসি!
এখনও কত উজ্জ্বল সোনালি
নই আমি চোরাবালি
তোমার হাত ধরে ঘুরবো রাজপথ
তোমার জন্য থাকবো সৎ।
দেখাও তোমার সৌন্দর্য
তুমি আমার দেখা প্রথম আশ্চর্য!
তুমি পাপড়ির উপরে জমা বিন্দু জল
দেখতে উদগ্রীব তোমার অতল।
উত্তরা, ঢাকা।
৩০.১১.২৫
সর্বশেষ এডিট : ০১ লা ডিসেম্বর, ২০২৫ রাত ১২:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


