অনেকের পক্ষে৮,০০০থেকে ১০,০০০ টাকা দিয়ে কোচিংয়ে ভর্তি হওয়ার সুযোগ হয় না।তাই অনেকে বাসায় পড়ালেখা করে চান্স পেতে চায়।কিন্তু অনেক ছাএ আছে যারা জানে না যে,কি বা কোন বই পড়তে হবে।আজ আমি তাদের জন্য কিছু বই এর লিস্ট দিব।আশা করি ভালভাবে পড়লে চান্স পাবে।
বাংলাঃ
১।পারাবার (UCC Prakashan)
২।সরোবর (Paragon Publications)
৩।বাংলা বিচিএা (Joykoli Publications)
যে কোন ১ টা পড়তে পাড়েন তবে ১ নং সবচেয়ে বেশি ভাল।
বাংলা ১ম ও ২য় পএের জন্য ১ নং বইয়ের পাশাপাশি নবম শ্রেনীর বংলা ২য় পএ বই এবং একাদশ শ্রেনীর বংলা ১ম পএ (বাংলা সংকলন) বইটা পড়বেন।
ইংরেজীঃ
১।English For Competitive Exams (Professor’s Prokashon)
২।COMPACT (UCC Prakashan)
৩।Workbook (writer:Kutub-e-Zahan)
যে কোন ১ টা পড়তে পাড়েন তবে ১ ও ২নং সবচেয়ে বেশি ভাল।
এই বই এর পাশাপাশি একাদশ শ্রেনীর ইংরেজী ১ম পএ বইটা পড়বেন কারণ এই বইটা থেকে প্রতি বছর ৫-৭ টা প্রশ্ন থাকে।
সাধারন জ্ঞানঃ
১।জ্ঞান সিন্ধু (Paragon Publications)
২।তথ্য কোষ (UCC Prakashan)
৩।নতুন বিশ্ব (Professor’sProkashon)
৪।আজকের বিশ্ব (কিরণ মল্লিক)
যে কোন ১ টা পড়তে পাড়েন তবে ১ ও ২নং সবচেয়ে বেশি ভাল।
এই বই এর পাশাপাশি প্রতি মাসে কারেন্ট অ্যাফেয়ার্স পড়বেন ।
এবং পরীক্ষার ৩/৭ দিন আগে নিলক্ষেত বা ফার্মগেট থেকে ফজলু স্যারের সাধারন জ্ঞান বিষয়ক হাইলাইটাস/ UCC হাইলাইটাস পড়বেন কারণ বিগত বছরের প্রশ্ন দেখলে দেখা যাবে সাম্প্রতিক থেকে 15/২০ টা প্রশ্ন থাকে।
>>>>>>উপরিউক্ত নিয়মানুসারে 500-700 টাকা খরচ করে ঢাবি,জবির খ/ঘ ইউনিটে চান্স পেতে পারেন।তবে পড়তে হবে মনযোগের সাথে নিয়মিত।
একটা বিশেষ কথা কেউ কখনও মনে করবেনা যে,”আমি চান্স পাব না “ তাহলে কিন্তু চান্স পাবেন না।মনে সব সময় সাহস ও আল্লাকে স্মরণ রাখবেন।সকলের জন্য মঙ্গল কামনা করে বিদায় নিলাম।
সর্বশেষ এডিট : ১২ ই মার্চ, ২০১৩ সকাল ৯:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




