ফকির স্মিত হাসিয়া বলিল, "অনেক বড় একটা ট্রেন কিনিবো। এরপর উহার এক মাথা হইতে আরেক মাথায় কখনো আন্ধা সাজিয়া, কখনো খোঁড়া কিংবা কখনো বোবা সাজিয়া ভিক্ষা করিবো।"
আমজনতাও স্বীকার করে লীগ খারাপ, বিএনপি খারাপ ... কিন্তু দিন শেষে ভোটটা বাপ দাদার ঐতিহ্য লালনে এদের বাক্সেই ফেলে।। ফকিরের মতো ঐতিহ্য ধরে... রাখতে সর্বদা সচেষ্ট...!!!
আরেকটা গল্প বলতেও ইচ্ছা করছে। এক চোর চুরি করতে করতে অনেক বড়লোক হয়ে গেলো। এক সময় ছেলে মেয়েদের ও বিয়ে দিয়ে দিলেন। এখন ছেলে মেয়েরা ধরলো, "বাবা আপনি চুরি করা বাদ দিয়ে দেন। আমাদের তো অনেক টাকা পয়সা হয়ে গেছে এখন। এখন আপনি চুরি করলে মানুষ খারাপ বলে।ধরা গেলে আমাদের ইজ্জত যায়"
কিন্তু চোর বেটার মধ্যরাত রাত হইলে হাত নিশপিশ করে। গায়ে গতরে তেল লাগানো শুরু করে। শীতের রাত গুলোতে তার মানসিক অস্থিরতা আরও বেড়ে যায় চুরি করার জন্যে। অবশেষে বড় বউ বের করলো এর উপায় !! "বাবা, আমরা যখন ঘুমাবো তখন আপনি এক রুমের জিনিস চুরি করে আরেক রুমে নিয়ে যাবেন। পরের দিন আবার ঐ রুম থেকে আগের রুমে নিয়ে আসবেন।"
বাহ !! ভালো বুদ্ধি... চোর ব্যাটাও খুশী, ছেলে-মেয়েরাও খুশী।
গল্পের চোর খুশী হতে পারলেও আমাদের ৪০ বছরের খাই খাই রাজনীতি এখনো খুশী হতে পারে নি। এরা এতোবার ধরা খেয়েও লাজ শরম পায় না...আর আমরা ফকিরের মতোও ঐতিহ্য ছাড়তে পারি না !!! আমরা এদের ভোট দিয়াও খুশী, আবার সমালোচনা কইরাও খুশী...
সর্বশেষ এডিট : ১২ ই মার্চ, ২০১৩ সকাল ৯:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




