সামুতে নয় শুধু যে কোন জায়গাতেই আলোচনার সময় বির্তক হতেই পারে। বির্তক খারাপ না ভালো।বির্তক ভালো না খারাপ,যখনই সেখানে নোংরা ভাষার ব্যবহার হয়।
আশা করি যারা ব্লগ লিখে তারা সবাই শিক্ষিত।কিন্তু কিভাবে আপনারা নোংরা ভাষা ব্যবহার করেন????
নোংরা ভাষা ব্যবহার করার সময় মনে করেন লেখাটা আপনার বাবা/মা দেখতেছে/দেখবে।তখন যদি আপনার মনে হয় এই ভাষাটা আপনারই বাবা/মা দেখলে তারা কিছু মনে করবে না,তাহলে সেই ভাষাটা ব্যবহার করেন।
গত কাল থেকে যা দেখছি, তাতে মনে হয় ব্লগে দুটি দলের যুদ্ধ শুরু হয়ে গেছে।আমাদের দেশটাকে যেভাবে দুটি রাজনৈতিক দল ধ্বংস করতেছে, ব্লগেও সেভাবে দুটি দল সৃষ্টি হয়ে সামুকে ধ্বংস করতেছে।
সামুর ব্লগাররা যেভাবে যুদ্ধ শুরু করেছে,তাতে সামুর মডুদের কয়েকদিন পর ১৪৪ ধারা দেয়া ছাড়া মনে হয় আর কোন পথ থাকবে না।
তাই মডুদের কাছে আমার অনুরুধ যে এখনই এর বিরুদ্ধে ব্যবস্থা নিন।
সর্বশেষ এডিট : ২৫ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




