মহাকালের উদ্দেশ্যে……………… বাংলাদেশ,
৯ অগ্রহায়ণ,১৪১৫
হে মহাকাল,
রবীন্দ্রনাথ কি ছেলেবেলায় কি হতে চেয়েছিলেন?কিংবা বিল গেটস কি আগে ধারণাও করতে পেরেছিলেন উনিই হবেন ভবিষ্যত পৃথিবীর একজন অন্যতম স্বপ্নদ্রষ্টা?কয়েকদিন ধরেই একটা প্রশ্ন মনে বারবার উঁকি দিচ্ছে আমি আসলে কি করতে চাই?আমার ডেস্টিনেশন কি?
মহাকাল মহামানুষ তৈরী করে নাকি মহামানব মহাকাল তৈরী করে সেটার বিতর্কে আমি যেতে চাই না,আপাতত আমার নিজেকে নিয়েই যে কনফিউশন আমি নিজেই তৈরী করেছি তার সমাধানের দিকেই মনযোগ দিতে চাই।অনেক রঙের অনেক গড়নের স্বপ্ন দিবানিশি উঁকি দেয় মনের গহিনে।কতগুলো হয়ত নেহায়েতই কল্পনাবিলাস,অতিরঞ্জিত;স্বপ্নহীন বিলাপ।কিন্তু আমি জানি স্বপ্নের মাঝেই আছে সত্য,অবিশ্বাসকে বিশ্বস্ত করার দুর্নিবার শক্তি।হয়ত স্বপ্ন দেখতে পেরেছিলেন বলেই মাদার তেরেসা,স্টিভ জবস কিংবা ড. ইউনুস বিশ্বজয় করতে পেরেছিলেন কিংবা এখনো করছেন।
আমিও মাঝে মাঝে ভাবি স্বপ্ন দেখব,আবার মাঝে মাঝে ভাবি কি দরকার নিরুদ্দেশ পথচলা,অন্তহীন পথের শেষ যেখানে জানিনা সেখানে যাত্রা তো ভয়াবহভাবে অনিশ্চিতই হওয়ার কথা!
অনেক ভেবেও আমি ঠিক করতে পারিনি আমি কোন পথে যাব,এটা আমি নিশ্চিতভাবে জানি আমি সাধারণ হলে আমার পথ খুবই মসৃণ,আমার জন্য প্রতীক্ষা সুন্দর সকালের।কিন্তু স্বপ্নবিলাসী এই আমি কি নাগাল পাব মহাকালের?আমার জন্য কি অপেক্ষায় থাকবে সুপ্রভাত?
অপেক্ষায়-
পথিক
শেষ কথাঃ এটাই আমার প্রথম পোষ্ট কোন ব্লগ এ।গত কয়েকদিন এখানে ব্লগ পড়ে আমি অনেকের লেখারই ভক্ত হয়ে গেছি।কিন্তু তাদের লেখায় কমেন্ট দেয়ার জন্য প্রথমে নাকি ব্লগ লিখতে হয়।তাই একটু দুঃসাহস করলাম।
সর্বশেষ এডিট : ২৩ শে নভেম্বর, ২০০৮ রাত ১০:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




