
সামুর সামনের পাতায় এখন মহামতি ব্লগার শ্রাবনধারার ১ খানা পোষ্ট ঝুলছে; উহাতে তিনি "জুলাই বেপ্লবের" ১ জল্লাদ বেপ্লবীকে কে বা কাহারা গুলি করতে পারে, সেটার উপর উনার অনুসন্ধানী জ্ঞানের প্রতিফলন ঘটায়েছেন। ইহা বেশ মুল্যবান গার্বেজ।
উনার লেখা, নকীব সাহেবের ফরমান ও ব্লগার আরোগ্যের পোষ্ট থেকে জানলাম যে, কে বা কাহারা জুলাই বেপ্লবীকে গুলি করেছে। আমার ধারণা ব্লগার শ্রাবনধারা কানাডায় থাকেন, এবং আমি বিশ্বাস করি যে, গুলি উনি করেননি। আমিও উনার মতো প্রবাসে থাকি, আমিও ঐ কাজ করিনি। যেহেতু আমি ঐ কাজটি করিনি, আমি ঠিক মতো জানি না, কে বা কাহারা এই কাজ করেছে, মহামতি ব্লগার শ্রাবনধারা হয়তো জানতে পারেন।
তবে, আমার ধারণা, ইহা ইউনুস/পাকিস্তান/আমেরিকান দুতাবাসের ক্যু'এর চলমান হত্যাকান্ড ও প্রক্রিয়ার অংশ; এবং ইহা এখানে শেষ হচ্ছে না; ইহা চলতে থাকবে দীর্ঘদিন।
আপনারা যারা জুলাই বেপ্লবের জল্লাদ কিংবা সাপোর্টার, আপনারা আপনাদের কাজ চালিয়ে যান; আমেরিকান বেপ্লব এইভাবেই কাজ করে; জিয়া ও কর্ণেল তাহেরের প্রস্হানের কথা মনে আছে?
সর্বশেষ এডিট : ১৩ ই ডিসেম্বর, ২০২৫ রাত ৮:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



