প্রতিদিনরে অনলাইনে দেখা যাইতাসে। সেইদিন ফিনিক্সম্যানের মনে আছে কি, সেই কর্কষ, ডানপিটে ব্লগার "প্রতিদিন একটি রুমাল"? শিরোণামের পোষ্টিটি থেইকা প্রতিদিনের সাম্প্রতিক আপডেট জানলাম। নববর্ষ শুরুতে প্রতিদিন ভায়া একটা পোষ্ট লিখেছেন, যার শিরোণাম হল: নববর্ষের শুরুতে প্রতিদিন ব্যাটারে মুক্তি দেওন যায় না বস? পোষ্টখানিতে লেখা ছিল: ডিয়ার মডারেটর মশাই, খারেজিরে মুক্ত দেইখা পরশু লগইন করসিলাম। কিন্তু দেহি আমি অহনো মুখ বন অবস্থায়ই নিরাপদ হৈ আছি। বছর খানেক ধইরা মুখ বন অবস্থায় নিরাপদ থাকতি থাকতি ক্লান্ত হৈ গেলাম বস। মেজাজ বিলা হয়া আছে। কত ইতং বিতং অকেশন আইলো গেল, হেইগুলানর কুনো একটারে উপলক্ষ ধইরা হলেও প্রতিদিন ব্যাটারে মুক্তি দেওন যায় না? এই যেমুন ধরেন, আইজকা নববর্ষ। যদি মুক্তি পাইতাম আপনে আর সামহোয়ারের চোদ্দগুষ্ঠিরে শুভ নববর্ষ জানাইবার সুযোগ পাইতে পার্তাম। কতো মজা হৈতো। গত বচ্ছর এক দিনে বাংলাদেশের ডিজিটাল প্রধানমন্ত্রী দেশের বারটা বাজাই দিসিলেন। আইজকা আবার তেরটা বাজানোর নির্দেশ দিসেন। এই মহান দিনটারে স্মরণ কইরা রাখতি বড়ো ইচ্ছে হয়। ডিয়ার মডারেটর, পিলিজ পিলজ পিলিজ। দোহাই লাগে।
প্রতিদিনের আগ-পর পোষ্ট গুলান গুত্তা দিয়া যা জানলাম তা হৈল, প্রতিদিন বেশ "নিরাপদ" স্ট্যাটাস লই আছেন, তয় এটি রহস্যপূর্ণ। কারণ এই স্ট্যাটাস থাকা সত্ত্বেও প্রতিদিনের পোস্ট ফ্রন্ট পেইজে আসে না, কমেন্টও ব্যান করে রাখা হয়েছে বছর খানেক ধরে।
তাই এখন প্রতিদিনরে অনলাইনে দেইখা দৃষ্টি আকর্ষণ করতেছি: প্রতিদিন ভায়া, আপনের আর্জি কি কবুল হৈছে, আপনে কি মুক্ত? কমেন্টাইতে পারেন?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


