কাঁচের জলে জিইয়ে রাখা ছেঁড়া রুমালের মত প্যাপিরাস
লাল সালু দিয়ে মোড়া কাঠের পাটায়
পুঁথির বদলে এক জোড়া কর্নিয়া
খুলতেই লাফিয়ে পড়ল
দুচোখের উপর আমার।
যদিও ধারালো নয় বলে জানতাম
কোন অপরিচিতের নখাগ্র যে সে চুরি করেনি সে বিষয়ে ছিল না নিশ্চয়তা
লোহিতকনিকা ভিন্ন আর কিছু দেখতে পায়না দন্ডায়মান মোমের মত কর্নিয়া জোড়া তার
তাই নকশাকাটা কুকরি বিদ্ধ করেই শুধু দৃশ্যমান আমি তার কাছে বা যে কেউ।
দৃষ্টি অধিকারে শুধু যখন
পেতলের খাঁজকাটা মন্ত্রের গায়ে লাল রঙ রাধার পায়ের নুপুরের মত মূক সুন্দর।
সর্বশেষ এডিট : ১৫ ই মার্চ, ২০০৯ রাত ১১:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




