কোথায় যে শিশিরের জল ঝরে ধুয়ে যায় কার
উপচে পরা জীবনের সমস্ত ক্লেদ গ্লানিময় রাত।
একটা জোনাকির আলো যদি আজ দুই গুন বেশি হয় তবে কার
সফেদ মেঘে ঘেরা ছাউনির পলেস্তারা খসে পড়ে?মেঘেদের পলেস্তারা
বড় নরম সজীব ঠিক যেন এইমাত্র গরম পাতের উপর ঠিকরে পরা
এক ফোঁটা জল যার এইটুকুন ছোট্টো শরীরে ক্লান্তির লেশমাত্র নেই অথচ তার
ভেতর পূর্নাঙ্গ মুখটা তোমার আলো মুখে করে নিয়ে যায় সারাটা দুপুর।
সর্বশেষ এডিট : ১২ ই এপ্রিল, ২০০৯ সকাল ৯:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




