কবি ফ্রান্সেস ডারউইন কর্নফোর্ড (Frances Darwin Cornford) (১৮৮৬-১৯৬০) ইংল্যান্ড এর কেমব্রিজ এ জন্মগ্রহন করেন। তাঁর পিতামহ ছিলেন প্রকৃতিবিজ্ঞানী চার্লস ডারউইন (Charles Darwin)। পরিমিত, সংক্ষিপ্ত এবং আপাতদৃষ্টিতে সরল কর্নফোর্ড এর কবিতার পূর্নাঙ্গ অর্থ মূর্ত হয় নিবিড় পাঠে। সাম্প্রতিক সময়ে আধুনিক নারীবাদী সমালোচকদের দৃষ্টিতে কর্নফোর্ড এর অচঞ্চল অথচ করুণ কবিতায় প্রায়শ ধরা পড়ে বেদনাময় অন্তরণ।
All Souls’ Night
My love came back to me
Under the November tree
Shelterless and dim.
He put his hand upon my shoulder,
He did not think me strange or older,
Nor I, him.
মৃতের রজনী*
প্রেম এসেছিল ফিরে
রুক্ষ শীতের বৃক্ষ নীড়ে
দীপ্তিহীন ছিল নিরাশ্রয়।
কাঁধে মোর রেখেছিল হাতখানি তার,
ভাবেনি সে বুড়ো কিম্ভূত আমায় আর,
আমিওতো নয়।
*মৃতের রজনী। এটি খ্রীস্টান ধর্মাবলম্বী মানুষ পালন করে থাকে নভেম্বর এর ২ তারিখ। এ দিনটি সকল মৃত আত্মার শান্তি প্রার্থনার উদ্দেশ্যে নিবেদিত।
সর্বশেষ এডিট : ১৭ ই নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




