১৬ই ডিসেম্বর সামুতে যোগ দিলাম, তারপর থেকে চোখের ঘুম হারিয়ে গেল।

কবে লিখব? কখন লিখব? কি নিয়ে লিখব? এত চিন্তায় ঘুম হয় নাকি? তার উপর প্রোফাইল ফটোও দেওয়া হয়নি। ফটোর চিন্তা পরে হবে,ব্লগ দিবসে আগে প্রথম পোস্টতো আগে দিয়ে নিই তারপর দেখা যাবে। চিন্তা হল কি নিয়ে লেখা যায়? মাথায় তো কিছু ধরে নাহ্।

একবার মনে হল জাতির ভবিষ্যৎ নিয়ে লিখি, আবার মনে হল- লুল জাতীয় কিছু লিখব নাকি?

মনে হল আমি ভদ্র ছেলে, আর তাছাড়া প্রথম পোস্ট এমন হলে তো ব্যান নিশ্চিত। হাজার চিন্তা-ভাবনার পর সিদ্ধান্ত নিলাম, কিছুই লিখব না।

তাহলে আমার লিখার আনন্দ কিসের? আরে কিছুতো লিখছি, এটাই বা কম কিসে? ফালতু পোস্ট হল,
সবাইকে ব্লগ দিবসের শুভেচ্ছা।