কিছুদিন আগে ফেবুতে chat শেষে এক বন্ধুর কাছ থেকে বিদায় নেবার সময় বন্ধুটি লিখল, “TC”। ওই মুহূর্তে TC এর মর্মার্থ বুঝতে ব্যার্থ হলাম, আর ছোটবেলার কথা মনে পরল।
যখন ক্লাস থ্রী/ফোর এ পড়তাম, ক্লাসের শিক্ষক আর সহপাঠীদের মুখে শুনতাম যে অমুক ক্লাসের অমুক ভাই ক্লাসে দুষ্টুমি করে অমুক দিন অমুক স্যারের হাতে ধরা পরে টিসি(TC ) খাইসে।
আরেকটু বড় হয়ে, মানে সেভেন/এইট এ উঠে TC-র জন্য
দরখাস্ত/application লিখতে হত।
যে জিনিসের ভয়ে চুপ থাকতাম, আজ সে জিনিসের জন্যই দরখাস্ত?
যাই হোক, কুহু’র ওই TC এর অর্থ পরে বুঝলাম, TC = Take Care.
শেষ পর্যন্ত TC নিয়া ভালই আছি। দোয়া করবেন যেন এই জীবনে আর TC র কোনও নতুন অর্থ না জানতে হয়।
(যদি কেউ আরও অর্থ জানেন, তাহলে জানালে খুশি হতাম।)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




