শুধু মুসলমানরাই না বিশ্বের ৭০% মানুষই জানে হজ্জ ইসলামের একটি বিশেষ গুরুত্বপূর্ণ অংশ, অথচ সেই মুসলমান হিসাবেই লতিফ সিদ্দিক কীভাবে হজ্জ মিয়ে এমন মন্তব্য করলেন বুজলাম না!
জানিনা আপনারা কতোজনে তার মন্তব্য পড়ছেন বা দেখেছেন। তাই আপনাদের জন্য তার দেয়া বক্তব্যের বিশেষ অংশটি তুলে ধরলাম,
"‘আমি কিন্তু হজ আর তাবলিগ জামাতের ঘোরতর বিরোধী। আমি জামায়াতে ইসলামীরও বিরোধী। তবে তার চেয়েও হজ ও তাবলিগ জামাতের বেশি বিরোধী। এ হজে যে কত ম্যানপাওয়ার (জনশক্তি) নষ্ট হয। হজের জন্য ২০ লাখ লোক আজ সৌদি আরবে গিয়েছে। এদের কোনো কাম নাই। এদের কোনো প্রডাকশন নাই। শুধু রিডাকশন দিচ্ছে। শুধু খাচ্ছে আর দেশের টাকা দিয়ে আসছে।
এভারেজে (গড়ে) যদি বাংলাদেশ থেকে এক লাখ লোক হজে যায়; প্রত্যেকের পাঁচ লাখ টাকা করে ৫০০ কোটি টাকা খরচ হয়।
আর তাবলিগ জামাত প্রতিবছর ২০ লাখ লোকের জমায়েত করে। নিজেদের তো কোনো কাজ নেই। সারা দেশের গাড়িঘোড়া তারা বন্ধ করে দেয়।"
ভাবতেই অবাক লাগল কেউ তার মুখে জুতা ছুড়ে মারল না, কেন ভাই কী কেউ জুতা পড়ে যাননি না জুতাটা অনেক মুল্যবান ছিল? আমি থাকলে জুতাটা মেরেই দেখতাম, পরে যা হবার হতো।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


