ক্যানন এসএক্স ১৩০ আই এস
১৬০০০ টাকা দাম
ভাল দিক = ১২.১ মেগা,
১২ এক্স অপটিক্যাল জুম,
২৮ - ৩৩৬ মিমি ওয়াইড অ্যান্গেল,
১৬০০আইএসও,
হাইডেফিনেশন ভিডিও ১২৮০*৭২০ রেজ্যুলেশন,
ইমেজ স্ট্যাবিলাইজার,
৩ ইন্ঞি মনিটর,
ম্যাক্রো ১ সেমিঃ,
ম্যানুয়্যাল ফোকাসিং,
অ্যাপাচার প্রায়োরিটি,
শাটার প্রায়োরিটি
অর্থাৎ ফুল ম্যানুয়্যাল মুড
খারাপ দিক = পেন্সিল ব্যাটারি ( আর কুনু খারাপ দিক নাই )
দাম = ১৬০০০ টাকা অথবা ৫০০ টাকা কম।
আর গত ৫ দিন ইউটিউবে এইচডি ভিডিও টেস্ট দেখতেছি।
পুরাই পান্খা
ব্লগার পাগলা যোদ্ধা আমার একটা পোস্টে বলেছেনঃ
আমার একখানা ক্যানন এসএক্স ১২০ আই এস আছে। নিজে কিনিনি, উপহার পাওয়া। একেবারেই নবিস আমি, তাও যা ছবি ওঠে তাতে নিজেই মুগ্ধ হয়ে যাই মাঝে মাঝে। আমার বিশ্বাস আপনাদের মতো অভিজ্ঞদের হাতে পড়লে অসাধারন কাজ দেবে।
সবাই পেন্সিল ব্যাটারী থেকে নিরাপদ দুরত্ব বজায় রাখতে বলছেন, আমার বিশ্বাস-ও আসলে তেমনই ছিল। নিতান্ত মুফতে পা্ওয়া বলে এই ক্যামেরা ব্যবহার করতে এসে বাস্তব অভিজ্ঞতা হলো কিছু। সনি-র ২৭০০ মিলি অ্যাম্পিয়ার আ্ওয়ারের ব্যাটারী কিনেছিলাম প্রথমে, ১৬০০ টাকা জোড়া দিয়ে। একবার চার্জ দিয়ে ৫০০-৯০০ ছবি তুলতে পারতাম। তবে ৫ মাসের বেশি চলেনি। এখন কিনেছি জোড়া ৬০০টাকা দিয়ে, ১মাস হলো, এখন পর্যন্ত একবারের চার্জে সাড়ে ৬০০ ছবি তুলতে পারছি। মন্দ না। বিবেচনা করে দেখতে পারেন।
এখন যারা এটা ব্যবহার করতেছেন তাদের কাছে এটা পারফর্ম্যান্স নিয়ে জানতে চাচ্ছি ।ব্যাটারি কেমন টিকে, কতগুলো শট নেয়া যায়, এইচডি ভিডিও কেমন হয়।জুম করার সময় নয়েজ হয় কিনা , জুম করে তোলা ছবি আবার ফেট যায় কিনা ইত্যাদি ইত্যাদি।
জানালে অনেক উপকার হৈত ।
আরেকটা জিনিসঃ সনি এইচ ৫৫ কেমন হৈব অথবা ১৫০০০+ টাকায় আরো কোন মডেল আছে যেটা অপটিক্যাল জুম অনেক বেশি।এমন জানলেও জানান।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




