আমি পরিবারের একমাত্র বড় ছেলে । কোন কাজ আমাকে করতে হয়না । গোসল শেষে লুঙ্গিটা পর্যন্ত ধুতে হয়না । ধান,গম,পাট,মরিচ,সরিষা বা বাপের ফসলাদি নিয়া মাথা ঘামাই না । তবে মাঝেমধ্যে জমিজমার হিসেব টানি, কোথায় কতটুকু জমি আছে। সেদিন সাধারন জ্ঞান নিয়া বসছিলাম । বাপে বাইরে গল্প করতাছে, 'আরো ১৩ বছরের মতো সরকারী চাকরীর বয়স আছে'
কথাটা শুনে চিন্তা করলাম, তাহলে তো আম্মার ১৪ বছর চাকরীর বয়স আছে আর আমার লেখাপড়া শেষ হতে সময় লাগবে তিন বছর । আরে ধুর কিসের লেখাপড়া Gk বইটা বন্ধ করে বিছানায় দিলাম একটা অস্থির ঘুম ।
বাপের হোটেল, আহহ, কি মজা..!! লেখাপড়া শেষ হলে তো করবো, কিছু একটা করবো. একেবারে বইসা তো থাকবোনা । সেইটা নিয়া অগ্রিম মাথা ঘামাইয়া লাভ আছে?
কয়দিন ধরে পুলাপান যে হারে বড় ছেলে নাটক দেখে স্যাডনেস স্ট্যাটাস দিচ্ছে তাতে কি জাতি আমায় বড় ছেলে হিসেবে মেনে নিবে??
খুব চিন্তায় আছিরে...
সর্বশেষ এডিট : ১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




