
সরকার ও আমাদের দায়িত্ব উচ্চ শিক্ষিত যুব সমাজকে মোটিভেট করে কৃষিতে নিয়ে আসা।
এতে দেশের কি কি কল্যাণ হবে তার কিছু আসুন দেখি-
১। দেশে বর্তমানে বেকার বিস্ফোরণ ঘটেছে। সব যুবক চাকরী মুখি হওয়ার কারনেই এই সমস্যা সৃষ্টি হয়েছে। গ্র্যাজুয়েটরা কৃষিমুখি হলে বেকার সমস্যা একেবারে দূর হয়ে যাবে।
২। গ্র্যাজুয়েটরা উন্নত প্রযুক্তি, শিক্ষা ও বুদ্ধি ব্যবহার করবে। এতে উৎপাদন অনেক গুন বেড়ে যাবে। উৎপাদন অত্যদিক হওয়ায় দ্রব্যমুল্য একেবারে কমে যাবে। তবে ব্যবসায়ীরা অধিক পন্য বিক্রি করতে পারবে সুতরাং তাদেরও লস হবে না।
৩। কিছু লোক মোটিভেশনাল স্পিচ দিয়ে বেকারত্ব সমস্যা অনেক বাড়িয়ে দিয়েছে। চাকরী পাওয়া দুঃসহ হয়ে গেছে। যে ছেলেটি হত একজন সফল ব্যবসায়ী, মোটিভেশনাল স্পিচ শুনে সেও এখন ভাবে চাকরী করতে হবে। চাকরী না করলে দাম নাই। গ্র্যাজুয়েটরা কৃষিতে আসলে এই সমস্যার সমাধান হবে।
৪। কৃষি কাজ কম দামি পেশা বলে আমাদের দেশে বিবেচিত হয়। উচ্চ শিক্ষিত গ্র্যাজুয়েটরা যখন কৃষিতে আসবে তখন এই মেন্টালিটি মানুষের দূর হয়ে যাবে।
৫। দেশের উৎপাদন বেড়ে যাওয়ায় রপ্তানি আয় অনেক গুন বেড়ে যাবে।
৬। আমদানি কম করতে হবে বলে দেশের আয় বৃদ্ধি পাবে।
এছাড়াও বহু সুবিধা পাওয়া যাবে। তবে সরকারকে ও আমাদেরকে আগে প্রচারণা চালাতে হবে। মানুষকে মোটিভেট করতে হবে। শিক্ষিতরা কাজ করতে চায়। কিন্তু তারা সংকোচ বোধ করে। তাদের জন্য প্রয়োজন একটি স্ফুলিঙ্গ। যেই স্ফুলিঙ্গ দিতে পারে সরকার।
#কপি পেস্ট করতে পারেন।
সর্বশেষ এডিট : ২১ শে জুন, ২০১৮ বিকাল ৩:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



