উৎসর্গ: ওরা তোমার নিয়েছে যা, আমরা কি পেরেছি তার দাম দিতে!!! ( শ্রদ্ধা....সেইসব নারীর চরণে)
ক্যামেরার চার্জার খুজে পাচ্ছিনা কয়দিন ধরেই
বি.দ্র. আমি কোন নির্দিষ্ট রাজনৈতিক দলের অন্ধ সমর্থক নই, এগুলো একজন সাধারণ মানুষের চোখে দেখা-
১.প্রথমেই চোখে পড়লো এই আলো, কিছু না ভেবেই ক্লিক

২. আররে বাপস্! যা শীত পরেছে এবার! সোহরা্ওয়ার্দীর মাঠে শুকনো পাতা দিয়ে তাই উন্ষতার জন্য...

৩. অপেক্ষার পালা বুঝি এবার ফুরোয়!
৪. শুরু হলো মুল আকর্ষণ

৫. সেই সময়: ভাষার জন্য

৬. উৎসুক দর্শকের উপচে পরা ভীড়

৭. রাষ্ট্র ভাষা বাংলা চাই ...

৮.যাদের জীবনের বিনিময়ে আমার কথা বলা...

৯. আমার মা, আমার আমি, আমার ভাষা...

১০. বাংলা আমার মায়ের ভাষা

১১. রক্ত গরম করা ৭ ই মার্চ-এর আহবান: একটি জাতিকে অনুপ্রাণিত করার জন্য যথেষ্ঠ পরিমাণে যথেষ্ঠ ছিল

১২. একজন অবিসংবাদিত নেতা

১৩. মুক্তির জন্য যুদ্ধ

১৪. আমি বাঙালী

১৫. এআমার পতাকা, আমার সবুজ জমিনে লাল যায়নামায

১৬. স্মৃতি শুধু কষ্টেরই না, এ স্মৃতি গৌরবের...
১৭. আমার দেশ...আমার ভালবাসা...
১৮. এই পদ্মা...এই মেঘনা...এই যমুনা...সুরমা নদী তটে
১৯. এবার একটা দেশের গান শুনুন
বিশেষ কৃতজ্ঞতা : গুরুজি সামুতে তার কাছেই শিখছি নিয়মিত
সর্বশেষ এডিট : ২৫ শে জুন, ২০১২ বিকাল ৩:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




