সকালথেকেই ভেতরে কেমন যেন ফুর্তি ফুর্তি লাগছিল, আজকে সিনেমাখোরদের ওপেন আড্ডায় নিশ্চয়ই অনেকে আসবে...সকালে ১১.১৪ মিনিটে তন্ময়কে ফোন দিলাম, ও মনে হয় তখনও ঘুম থেকে উঠেনি
১. সবাই গোল হয়ে বসে গেলাম।




অনুষ্ঠানের সঞ্চালক শ্রদ্ধেয় হেলাল ভাই অনুষ্ঠানর শুরুতে সবাইকে পরিচয় দেওয়ার আহবান জানালেন
২. কাওসার রুশোকে হেলাল ভাই পরিচয় করিয়ে দিচ্ছেন

৩.পুশকিনকে পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে

৪.জনপ্রিয় কোলাজ দেখতে নোবিতা রিফুর ব্লগ দেখুন, মজা পাইবেন গ্যারান্টি!!!

৫.ওয়াহিদ সুজন

৬.

৭.

৮.জাহাজি পোলা জাহাজ ছাড়া পরিচয় দেয় পেছনে শিপু ভাই

৯.সাকিন ওরফে ইভান...সিলেট থাইক্কা হাজির

১০.ফ্রাঙ্কেস্টাইন

১১.আরজে সারিকা এখন ব্লগার হিসেবে পরিচিতি প্রদান করছেন

১২. অপরিণিতা, আপনার হাসিটা কিন্তু দারুন!

১৩.গুরুজী কি বলেন?!

১৪. হাসতে নাকি জানেনা কেউ কে বলেছে ভাই?!

১৫.তাশফী নিজের পরিচয় দিচ্ছেন

১৬. ওনি বিবিসিতে কাজ করেন, কিন্তু কোন তথ্যের ঘাটতি পরলে সামু মামুর সাহায্য গ্রহণ করিয়া থাকেন...

১৭.দিপ...

১৮. পরিচয় দিয়া যান

১৯.চশমা দিয়া ঠিক মতো দেখা যায়তো!

২০. আরে কি কয়!

২১. জিশান শা ইকরাম (যাকে সাবধানে গুরুজি বলতে হবে!)

২২. হেলাল ভাই তো সঞ্চালক! উনি কি বলছেন!!??

২৩.মিরাজ তার ইজ(is) হয়ে যাওয়ার কাহিণী বললেন

২৪.ফেলুডার চারমিনার বাংলাদেশের সিনেমার উজ্জ্বল ভবিষ্যতের আশ্বাস দিচ্ছে!

২৫. আজকে শিপু ভাই পুরাই উরা ধুরা

২৬.নিমচাদ ভাইকে দেখলাম

২৭. স্বর্ণমৃগ (মাহবুব হাসান)

২৮.আমার প্রিয় মুখ, স্নেহের মুখ, শ্রদ্ধার মুখ

২৯. নাচো গো অঞ্জনা!!!---

৩০. ফটোজেনিক---

৩১. ফটোজেনিক---

৩২. ফটোজেনিক---

৩৩. নতুন মুখের খোজে ---

. নতুন মুখের খোজে...সুমন্টোগ্রাফী ---

ফয়সাল তুর্য ও ইশতিয়াক আহমেদ চয়ন ---

৩৪.অপরিণিতা ও নিশাত রহমান ---

৩৫.পুশকিন ও রাষ্ট্রপ্রধান ---

৩৬.ফারজুল আরেফিন ও নিশাচর ভবঘুরে ---

৩৭. তন্ময়! ফিচকা হাসি কেন দিলো!!!---

৩৮.মুহাম্মদ জহিরুল ইসলাম ---

৩৯. নোবিতা রিফু ---

৪০. ফটোগ্রাফার জাহিদ ভাই---


৪১. আশকারি রহমান, শাহেদ খান ও ছাইরাছ হেলাল---

৪২.ইভান , ফয়সাল তুর্য, আশকারি ও নষ্ট কবি ---

ধরছি!!! ছাড়ুম না!! হু হা হা হা!!!! ---

৪৩. ইশতিয়াক আহমেদ চয়ন ও আশকারি রহমান---

ইশতিয়াক আহমেদ চয়ন---

৪৪.ছোট মির্জা!

.৪৫রাজর্ষি এবং ছাইরাছ হেলাল

৪৬. রেজ্ওয়ান মাহবুব তানিম ও ছোট মির্জা---

৪৭. নাফিজ মুনতাসির---


৪৮. ধূসরধ্রুব ---

৪৯. অস্তমিত গন্তব্য---

. একটু উষ্ঞতার জন্য---


সবশেষে নাহোলেক্স (প্লিওসিন অথবা গ্লসিয়ার) এলো সেই আন্তরিক হাসিমাখা মুখ.....তবে পিঠা খাবার এক পর্যায়ে ছোট মির্জা ২০০ টাকা দাবী করলো একটা বিশেষ খবর দিবে বলে, প্রথমে রাজি হইনি, কিন্তু যখন আমায় সেই খবর মানুষটার সামনে নিয়ে গেল তখন আমি নিজেই ছোট মির্জাকে টাকা দিতে রাজি হয়ে গেলাম....বহু আকাঙ্খিত দুর্যোধন তখন নিজের মুখ লুকোতেই ব্যস্ত ছিলেন, এসময় কাউন্সেলর কে খুব দরকার ছিলো দুর্যোধনের মাইন্ড রিড করার জন্য, যদিও কাউন্সেলরের টিকিটির খোজও আমরা পাইনি।
আরও ছবি আছে ফেবুতে....ওপেন করে দেয়া হবে শিগগীরই....আর এসব ছবি আশকারী তার ব্লগে নিজের মনের আনন্দে ব্যবহার করতে পারবে....
চার্জার নাই তো কি হয়েছে! মোবাইলেই ছবি তুলে এখন আপলোড করতে যেয়ে খবর হয়ে গেছে!!!
সবাই ভালো থাকুন।
শুভ ব্লগিং।।
বিশেষ কৃতজ্ঞতা : দু-পেয়ে গাধ .... যার ব্লগে কোনদিন মন্তব্য দেওয়ার সাহস রাখিনা (এতোটাই ভীড়ু আমি!!!)
সর্বশেষ এডিট : ২৫ শে জুন, ২০১২ বিকাল ৩:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


