আমাদের হুজুর কাম আলেম পন্থি মানুষ কাম ব্লগাররা দাবি করতেছে যে গত ২০ বৎসর আমেরিকা আফগান জনগণের উপর নাকি খুব অনাচার-অত্যাচার-নিপিড়ন করেছে , ঐ দেশের মানুষদের নাকি ১৪টা বাজিয়ে মানবিধিকারের সকল শর্তকে পদালিত করেছে ।
এই জন্য আল্লাহ তাদের মেরুদন্ড ভেংগে দিয়েছে , পরাজিত হয়ে মাথা নিচু করে তারা আফগানিস্তান ছেড়ে চলে গেছে ।
যখন এমন দাবি করা হবে আমেরিকা এই ধরনে অত্যাচার আফগানদের উপরে করেছে, তাহোলে স্বভাবতই প্রশ্ন আসবে, নিশ্চয়ই আমেরিকানদের দখলের আগে আফগানিস্থানে স্বর্গীয় শান্তিময় অবস্থা বিরাজ কোরছিল । এখন ঐ শান্তিময় পরিবেশের কিছু উদাহরন তা না দিলে নহে ।
ঐ সময়ে নারী শিক্ষা নিষিদ্ধ ছিল,
ঐ সময়ে নারীর চাকুরি করা নিষিদ্ধ ছিল,
ঐ সময়ে নারীদের পুরুষ মেহেরেম ছাড়া বাহির হওয়া ছিল নিষিদ্ধ,
ঐ সময়ে নারীদের বস্তা বন্দি হয়ে ঘর থেকে বের হোতে হোত,
ঐ সময়ে শিক্ষা ব্যবস্থা ছিল শরিয়া ভিত্তিক , বিশ্ববিদ্যালয় গুলোকে প্রায় কাওমী মাদ্রাসাতে পরিনত করা হয়েছিল ,
ঐ সময়ে খেলাধুলা করা ছিল নিষিদ্ধ এবং ওগুলো ছিল শাস্তি যোগ্য অপরাধ এবং স্টেডিয়াম গুলোকে বানানো হয়েছিল বোধ্যভূমি,
ঐ সময়ে মত প্রকাশের স্বাধীণতা ছিল না, পুরুষদের দাড়ি রাখা ছিল বাধ্যতামূলক,
ঐ সময়ে অমুসলিমদের সকল উপাসনালয় ধংস করা হয় যার অন্যতম ছিল বমিয়ান বুদ্ধ মুর্তি,
ঐ সময়ে আল কায়দা সহ সকল ঈমাণী জংগি সংগোঠনের হেড কোয়াটার ছিল আফগানিস্থান,
------------------
-----------------
এই ধরনের শান্তিময় পরিবেশ বিরাজ করছিল আমেরিকার আফগানিস্থান দখলের আগে । এই ধরনের স্বর্গীয় পরিবেশকে কুলশিত করে আমেরিকা নারী অধিকার ফিরিয়ে দিয়েছিল , শিক্ষার পরিবেশ ফিরিয়ে এনেছিল , খেলাধুলা - আধুনিক শিক্ষার ব্যবস্থা করেছিল , স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি করেছিল । আমেরিকার নিপিড়নের কারনে অমুসলিমরা তাদের ধর্মীয় অধিকার পেয়েছিল, নাগরিক অধিকার পেয়েছিল । আমেরিকার নিপিড়নের কারনে সকল ঈমাণী জংগি সংগোঠন আত্মগোপন করতে বাধ্য হয় ।
এই সব অপকর্ম করার কারনে আল্লাহ তালা আমেরিকার মেরুদ্ন্ড ভংগে দিয়েছে এবং তারা আফগানিস্থান ত্যাগ করেছে ।
সর্বশেষ এডিট : ০১ লা সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৫:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


