মেসি পেলের রেকর্ড ভংগ করেছে ।
মেসি অনুরাগিদের জন্য সুখবর কিন্তু ব্যপারটা একটু তলিয়ে দেখি ।
১) পেলে ব্রাজিলের পক্ষে খেলেছেন ৯২ টা ম্যাচ এবং গোল করেছেন ৭৭ টি
২) মেসি আর্জেনটিনার পক্ষে ১৫৩ তম ম্যাচে এই রেকর্ড ভংগ করেছে , তার গোল সংখ্যা ৭৯
৩) নেইমার সম্ভবত বা সত্যই নিজ দেশের পক্ষে গোল দেওয়ার ক্ষেত্রে মেসিকে ছাড়িয়ে যেতে পারে , তার গোল সংখ্যা ৬৯ এবং ব্রাজিলের পক্ষে ম্যাচ সংখ্যা ১১৩ , তার মানে মেসি থেকে ৪০ টা গেম কম খেলেছে । যদি নেইমার আরো ৪০ ম্যাচ খেলে তাহোলে মিনিমাম ১৫ টা গোল হয়তো তার কাছে থেকে আসতে পারে ।
এখানে উল্লেখ করতে চাই ভারতের সূনিল ছেত্রি ১২০ টা গেমে ৭৫ টা গোল করেছে , আচিরে তিনি পেলের গোল সংখ্যা দেশের পক্ষে--- কে ছাড়িয়ে যাবেন ।
দেশের পক্ষে সবচেয়ে বেশি গোল করেছে -- ক্রিস্টিনা রোনাল্ড ১৮০ টা গেমে ১১১ টা গোল
দ্বিতীয়তে আছে ইরাণের আলী দায়ি --- ১৪৯ টা গেমে ১০৯ টা গোল
তৃতীয়তে আছে মালোয়েশিয়ার মোক্তার ডাহালি --- ১৪২ টা গেমে ৮৯ টা গোল ।
গোল পার গেম এ
প্রথম স্থানে ২ জন, জাপানের কুনিশহিকে কামাতো ৭৬ টা খেলায় গোল ৭৫(.৯৯)
এবং হাঙ্গেরীর ফেন্স পুসকাস ৮৫ টা খেলায় ৮৪ গোল ( .৯৯ )
দ্বিতীয় অবস্থানে আছে পেলে ৯২ টা খেলায় গোল ৭৭ ( .৮৪ )
তৃতীয় স্থানে আছে আরব আমিরাতের আলী মোবকুত ৯৪ টা খেলায় গোল ৭৫ ( .৮২ )
সর্বশেষ এডিট : ১১ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




