
ঢেউয়ের পরে ঢেউয়ে ঢেউয়ে ক্লান্ত কথা,
লোনাজলে রোদ্দুর রঙে মন রাঙে,
ডোবার আগে সূর্য যেমন একটু থামে,
এত পাওয়ার পর ও কেন হৃদয় ভাঙে।
বালির বুকে পায়ের ছাপে অস্থায়ী ঘুম,
পাথরের গায়ে লেগে থাকে শত গল্প ভারী,
নরম ঢেউয়ে চুপিসারে ক্ষত শুষে নেয় আজ,
সমুদ্র শেখায় ভাঙলেও তবু আমরা চলতে পারি।
বারো মাসের দহন পেরিয়ে শান্তি,
শীতল জলে ধুয়ে যায় ক্লান্ত প্রাণের শ্বাস,
অভ্যাস হয়ে ওঠে ভাঙন আর জোয়ারে,
ঢেউ সরে গেলে বালির নিচে চাপা দীর্ঘশ্বাস।
সমুদ্রের থেকে সুন্দর
পৃথিবীতে আর কী হতে পারে
যেখানে সূর্য ডোবে সূর্য ওঠে আশ্বাস দেয় বাঁচতে,
মানুষেরা ভেঙ্গে চুরে আবার গড়ে; ফিরতে শিখে।
সর্বশেষ এডিট : ১০ ই জানুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



