হাফেজ সালেহ আহমেদ তাকরিন কে নিয়ে মোল্লা মহলের একি মিথ্যাচার । এই মিথ্যাচার যেন সাঈদীকে চাদে দেখা যাওরা মতই একটি ঘটনা ।
নারী ফুটবল দলের সাফ শিরোপা জয়কে আড়াল করার জন্য , আমাদের দেশের মোল্লা মহল হাফেজ সালেহ আহমেদ তাকরিনকে নিয়ে বিশ্ব জয়ের এক নাটক উপস্হাপন করলো । কোরান তেলয়াত প্রতিযোগিতা কোন সার্বজনিন প্রতিযোগিতা নহে , শুধু মাত্র মুসলমানদের ভিতর সীমাবদ্ধ প্রতিযোগি্তা, অন্য ধর্মের মানুষের অংশ গ্রহন এতে নেই কিন্তু ফুটবল একটি সার্বজনিন প্রতিযোগিতা এখানে সর্ব বর্ণ ধর্মের মানুষ অংশ গ্রহন করতে পারে ।
মোল্লা শ্রেণী সর্বদাই নারী ফুটবলে বিরুধীতা করে এসেছে কিন্তু বাংলাদেশের নারী দলের সাফ বিজয়কে ম্লান করার জন্য মোল্লা শ্রেণী এক মিথ্যা নাটকের আশ্রয় নিয়েছে ।
কয়েক মাস আগে এই হাফেজ সালেহ আহমেদ তাকরিন ইরাণে চ্যাম্পিয়ন হয়েছিল কিন্তু তাকে নিয়ে কোন মাতামাতি আমরা দেখনি কিন্তু যখন নারী ফুটবল দল চ্যাম্পিয়ন হোল তখন শুরু হোল তাকরিনকে নিয়ে মিথ্যা নাটকের ।
তারা প্রচার করেছে -- সালেহ আহমেদ তাকরিন নাকি ১১১ দেশের ১৫৩ জন প্রতিযোগির ভিতরে তৃতীয় হয়েছে । এই তথ্য সত্য নহে এবং আসল সত্যকে তারা গোপন করে গেছে ।
বাস্তব সত্য হোল এই প্রতিযোগিতা ৫/৭ টা কেটগরিতে হয়েছিল । সম্পুর্ণ কোরান তেলয়াত, ২৫ পারা তেলয়াত, ২০ পারা তেলয়াত, ১৫পারা তেলয়াত, ১০ পারা তেলয়াত, ৫ পারা তেলয়াত ।
১৫ পারা তেলয়াত গ্রুপে তাকরিন অংশ গ্রহন করে এবং তৃতীয় হয় এবং এই গ্রুপে আরো ৪ জন তৃতীয় হয় অর্থাৎ মোট ৫ জন তৃতীয় হয় এবং এই ৫ জনের মধ্যে তাকরিন একজন ।
কিছু দিন আগে এই তাকরিন ইরাণের প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় তখন তাকে নিয়ে কোন বাড়াবাড়ি মোল্লারা করেনি কিন্তু যখনই নারী ফুটবল দল সাফ জয় করে আসলো তখন--- সম্পুর্ন সৌদি আরবের প্রতিযোগিতার প্রকৃত ঘটনাকে আড়াল করে তাকরিন নিয়ে এমন একটা নাটক মন্চস্থ যাতে নারী ফুটবলের গৌরবটা ম্লান হয়ে যায় ।
ফেসবুক ও সোসাল মিডিয়া গুলোতে তাকরিন ও নারী ফুটবল দলের পাশাপাশি ছবি দিয়ে ভোট দাওয়া হোল আপনি কাকে ভোট দিবেন ?
দাবি করা হোল তাকরিনকে নারী ফুটবল দলের মত ছাদ খোলা বাসে করে সংবর্ধনা দেখাতে হবে ।
নারী বিদ্বেষী এই মোল্লা শ্রেণীর এই হিন মিথ্যাচার কি ইসলাম ধর্মের ভাবমুর্তিকে উজ্জল করছে ।
আবার ধিক্কার জানাই মোল্লা শ্রেণীর এই হিন নারী বিদ্বেষকে ।
সর্বশেষ এডিট : ২৫ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১২:১৮