আমার গ্রামের বাড়ী চাদঁপুরের মতলব থানার ইসলামাবাদ নামক একটি গ্রামে । এই গ্রামের একজন মুক্তি যোদ্ধার নাম সিরাজ খাঁন।মুক্তিযোদ্ধে
উনার বীরত্বের কাহিনী গ্রামের কারো অজানা নয় ।মুক্তিযোদ্ধে পাক বাহিনির কাছে হার না মানা সেই যুবকটি জীবন যুদ্ধে আজ এক পরাজিত সৈনিক। দুই সন্তানের কারো কাছেই বাবার আশ্রয় হয়নি। আজ স্টেশনের কুলি।ঈদে বড়ি যাওয়ার সময় উনাকে স্টেশনে দেখে মনটা খারাপ হয়ে গেল উনি এগিয়ে এলেন আমার ব্যাগ টা কাধে নেওয়ার জন্য আমি ওনকে
ব্যাগ টা দিলাম কিন্তু একজন মুক্তিযোদ্ধা আমার ব্যাগ বহন করে নিয়ে যাবে আমি মন থেকে এটা মানতে পাড়লাম না। কিছু দুর যাওয়ার পর উনাকে বললাম চাচা ব্যাগটি আমার কাছে দিন। অনেক কষ্টে ব্যগটি উনার কাছ থেকে নিলাম। এর পড় বাড়িতে এসে উনাকে ৫০০ টাকার একটি নোট দিলাম কিন্তু উনি টাকাটি ফেরৎ দিলেন এবং উনি প্রশ্ন করলেন আমি তো আপনার ব্যগ আনিনি তাহলে টাকাটা কেন দিলাম। আমি বললাম চাচা আগামি কাল তো ঈদ কিছু কেনা করবেন। কিন্তু উনি টাকাটি না নিয়ে চলে গেলেন শুধু বললেন আমি একজন মুক্তিযোদ্ধা,আমি কারও দান নেইনা । তারপর আমি যত দিন বাড়িতে ছিলাম উনাকে আর খুজে পাইনি।
পেলে বলতাম চাচা আমি তো তোমাকে দান করার উদ্দেশে টাকা দিতে চাইনি ভালবাসে দিয়েছিলাম । তুমি আমাকে ভুল বুজনা প্লীজ।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






