আজ সকাল শুরু হোল এক অবিস্মরণীয় অভিজ্ঞতার মধ্য দিয়ে। প্রথম আলো খুলবার পর, পেছনের পাতায় বড় করে ছাপা হওয়া বইমেলার খবরে মেলায় আসা নতুন উপন্যাসসমূহের তালিকায় দেখি সবার প্রথমে মাওলা ব্রাদার্স থেকে প্রকাশিত আমার উপন্যাস শহরনামার উল্লেখ। পত্রপত্রিকায় লেখা কম ছাপা হয়নি এ পর্যন্ত, তবে নিজের নাম, নিজের সৃষ্টকর্মের নাম - বিষয়বস্তু হিসেবে উঠে আসতে এই প্রথম দেখা।
আজ বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলায় থাকবো। সহ ব্লগারদের বই সংগ্রহ করার ইচ্ছে আছে। দেখা হবার, আড্ডা দেয়ারও সুযোগ হবে আশা করি।
মাওলা ব্রাদার্সের প্যাভিলিয়ন ২৯ এ শহরনামা উপন্যাসটি পাওয়া যাচ্ছে।
সর্বশেষ এডিট : ২৫ শে ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৩:১৬