সবাইকে ইংরেজি নববর্ষের শোভেচ্ছা।
এখন আসা যাক নববর্ষ নিয়ে কিছু পুরাতন তথ্য নিয়ে ঘাটাঘাটিতে।
রোমানরা মূলত এই দিনটিকে রোমান রূপকথায় মাথার দুই দিকে দুই মুখবিশিষ্ট তোরণ দেবতা জানাস (যে এরই সাথে সামন এবং পেছন দিকে দেখতে পারে) কে উৎসর্গ করে থাকে। জানুয়ারী মাসের নামটি মূলত দেবতা জানাস এর নাম অনুসারেই করা হয়েছে। যা নির্দেশ করে নববর্ষ উদযাপন অনুষ্ঠান মূলত প্যাগন ঐতিহ্য থেকে প্রাপ্ত।
আমরা যে ইংরেজী বর্ষপঞ্জিকা ব্যাবহার করি তার আদিরুপ হচ্ছে জুলিয়ান পঞ্জিকা
৪৫খ্রিস্টপূর্বাব্দে মধ্যে "জুলিয়ান পঞ্জিকা" সম্রাট জুলিয়াস সিজার রোমান ক্যাথলিকদের দ্বারা ক্যালেন্ডারের একটি সংস্কার হিসাবে শুরু করেন। এটা আলেকজান্দ্রিয়া জ্যোতির্বিজ্ঞানী Sosigenes সঙ্গে পরামর্শের পর নির্বাচিত হয়েছে ।
জুলিয়ান পঞ্জিকা হচ্ছে ৩৬৫ দিন ও ১২ মাসে বিভক্ত।প্রতি চার বছর অন্তর ফেব্রুয়ারী মাসে ১দিন যোগ হয়ে লিপিইয়ার হয়। ঋতুচক্রের পর্যায় ক্রমিক পরিবর্তন বিবেচনা করে এটি তৈরি করা হয় এবং এটিকে অন্যান্য ঋতু সংক্রান্ত কার্যকলাপের একটি নির্দেশক হিসাবে ব্যবহার করা হতো।
আরো আধুনিক গ্রেগরিয়ান ক্যালেন্ডার মূলত জুলিয়ান পঞ্জিকা উন্নত রুপ। যা পশ্চিমী ক্যালেন্ডার বা খ্রিস্টীয় ক্যালেন্ডার নামেও পরিচিত।
এটা পোপ গ্রেগরী ১৩ দ্বারা প্রবর্তিত, পরে ২৪ ফেব্রুয়ারী ১৫৮২ সালে তার নামে নামকরন করা হয়।
সূত্র: উইকিপিডিয়া।
শেষ কথা ভাইসব ৩মাস হইলো রেজিষ্টেশন করছি প্লীজ আমার ব্লগের স্ট্যাটাস টা একটু চেইন্জ কইরা দেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


