অনেকে আশা , ভালোবাসা , উৎকন্ঠা আর দোয়া ছিলো। ১৬ কোটি মানুষ একসাথে ছিলো। অল্প কয়েকটা ভুল আর হইলোনা আমাদের জয়। শাহাদাত, নাজিমউদ্দিন, নাসির .........সব তাদের দোষ ছিলো ।
......
......
.......
...........
যারা বলেন সব দোষ তারা কি একবার ভাইবা দেখছেন তারা আমাদের জন্য কি কি করসে????? নাকি শুধু তাদের দোষটাই আপনাদের চোখ ঝলসাইয়া দিসে???? না শুধু আমরাই চাইছিলাম খেলা জিততে শাহাদাত, নাজিমউদ্দিন, নাসির এদের ইচ্ছা ছিলোনা খেলা জিতার?????
তারা খেলাটা জিততে পারেনাই। কিন্তু তারা কি কিছুই করে নাই????? পোলাপাইন গোলা নিজের জানটা খরচ কইরা শেষ পর্যন্ত চেষ্টা করলো আর আমর তদের ইচ্ছামতো মন উজার কইরা তাদেরকে গালি দিয়া যাইতেছি।
একবার কি ভাবসেন এই টিমে খেলতে ওদের কি পরিমান কষ্ট করতে হয়???
ওরা খারাপ করলে আমরা গালিদিয়া গলা ফাটাই আবার ওরা খারাপ করলে আমরাই গালাগালির পাহাড় বানাই। একবারো ভাবিনা ওরা আমাদের কি দিসে আর আমরা তাদের কি দিসি???
আফসোস শাহাদাত, নাজিমউদ্দিন, নাসির...আমার খালি তোদের গালিই দিলাম।
আর লেখতে পারতেছিনা। মনটা খুব খারাপ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




