মহান আল্লাহ ওয়াদা করেছেন এই কয়েকটি বৈশিষ্ট্য সম্পন্ন মানুষ জান্নাতুল ফিরদাউসে স্থায়ীভাবে বসবাস করবে। (সুরা মূমিনুন : ১-১১)
১. যারা নিজেদের সালাত সমূহ হেফাজত করবে।
২. যহারা অনর্থক কথা এবং কাজ হইতে বিরত থাকে।
৩. যারা আমল ও আখলাকে নিজেকে পরিশুদ্ধ রাখে ও যাকাত আদায় করে।
৪. যাহারা অবৈধ্য কাম প্রবৃত্তি হইতে নিজ লজ্জাস্থানকে হেফাজত করে।
৫. যারা নিজ দায়িত্বে গৃহীত আমানত সমূহ ও অঙ্গিকার/ওয়াদা রক্ষা করে।
সর্বশেষ এডিট : ৩০ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




