বিয়ের পর বউয়ের ভালবাসা দেখে আমিতো অবাক । বললো, দুটো কাপে চা না খেয়ে আমরা বরং একটি গ্লাসে চা পান করবো । আহা! এমন বউ এতোদিন কোথায় ছিলো?
.
আবেগে আপ্লুত হয়ে বললাম, জানো? আমার এক মামা আছে তারা ভালবাসার ঠেলায় এক ব্রাশ দিয়ে দাঁত মাজে । সে বললো, ওয়াক….! বুঝলাম না এক মগে চা আর এক ব্রশের পার্থক্য!
.
সেদিনতো এক প্রকার আজ থেকে এক প্লেটে খাবো মর্মে অফার পেলাম । আনন্দে আটখানা হয়ে বললাম, আমার এক ভাই আরমানুজ্জোহা বড় বড় দুই ছেলের বাবা হওয়া সত্ত্বেও তার বউ এখনো তাকে নিজ হাতে খাওয়ায় দেয় । বেপারটা মজার না?
.
ক্রমান্বয়ে গ্লাসের পানিও আমরা এক গ্লাস থেকে পান করা শুরু করেছি । আজ একটা গান ধরতে ইচ্ছে করছে খুব, এক কে আমরা দুই করিনা, দুইকে করি এক । কিন্তু ঝামেলা হলো গান ধরার পর বউ বললো তাহলে তোমার মানিব্যাগটাও আমার । সে এগিয়ে যাচ্ছে মানিব্যাগের কাছে । আর আমি গান চেইন্জ করলাম, একা ছিলাম ভালো ছিলাম…..
.
ইতোমধ্যে বউয়ের ভালবাসা নিয়ে কয়েকটা লেখা শুরু করে দিয়েছি । তাকে দেখে একটা বই কল্পনা করে ফেলেছি, ভালো বউ হওয়ার ১০১ টি টিপস্ ।
.
সেদিনতো আবেগে চিরকুমার একটি সংঘে নসিহত করে এলাম, কেনো বিয়ে করা দরকার । কল্পনা করো, এক বালিশে দুইজন শুয়ে আছো । চাঁদ উঠেছে তাঁরা মিটমিট করছে । এমন জীবন ছেড়ে কোন পাগলের ব্যাচলর থাকতে ইচ্ছে করবে শুনি?
.
রাতে বাসায় ফিরেছি । বউকে বললাম তুমি জোস্ । এই যে এক প্লেট, কাপ, গ্লাসে ভালবাসার গল্প তা অনেকের কপালে জোটে না । আমি সত্য ভাগ্যবান । তা শুনে সে বললো, আসলে তুমি তো আর থালাবাসন ধৌত করো না । ওগুলো আমাকে ই ধুইতে হয় । যখন কাজের বুয়া রাখবে তখন দুই প্লেটে খাইয়ো । আপাতত এক কাপ, প্লেট, মগে খেয়ে বউয়ের কষ্ট কমানোর চেষ্টা করো ।
.
এই ছিলো বউয়ের মনে!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




