২০০৮ সালের ১৪ ফেব্রুয়ারি । ইন্টার পাশ করেছি । ফুল কিনে ফেলে দিয়েছি । কত সুন্দর এক্কান চেহারা অথচ আমার কেউ নেই । ধুত্তরি!
.
২০১০ সালের চৌদ্দ ফেব্রুয়ারি । ভালবাসার গুষ্ঠী কিলায়! গাছের ফুলের জন্য কষ্ট হচ্ছে । অন্যদিকে ভালো লাগছে, গাছের ফুল শ্বশুর মশাইয়ের ঘরে সুন্দর ।
.
২০১২ সালের ভালবাসা দিবস । গত ভালবাসা দিবসে যে বন্ধুটি সান্ত্বনা দিয়েছিলো সে ও আজ ভালবাসা নিয়ে ঘুরছে । এটা কোনভাবে মানা যায় না ।
.
২০১৪ থেকে ২০১৮ সালের একই দিনে, সবার আছে । সবাই ঘুরে । শুধু পোড়া কপাল আমার ।
জীবনে খুব ইচ্ছে ছিলো ভ্যালেন্টাইন পালন করবো । শখ ছিলো কিন্তু সখি ছিলো না ।
.
এখন ২০২৩ । ভালবাসার দিনে, বউ ফোন করতেছে বারবার । বললাম, এতো ফোন দিচ্ছো কেনো? ওপাশ থেকে সে বললো, আজ ভালবাসা দিবস । একটু শুভেচ্ছা ও দিলে না! এপাশ থেকে, ও শিট্ মনে ছিলো না । এসব দিবস টিবস পালন ঠিক না । প্রতিদিন ই তো ভালবাসা দিবস ।
.
অতপর,
পিছন থেকে মানিব্যাগটা নিয়ে চুমু দিয়ে রেখে দিলাম । একটা খরচ বেঁচে গেলো । চিয়ার্স ।
সর্বশেষ এডিট : ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




