স্টার্ট আপ্ কিংবা শুরুতে বলে একটা কথা থাকে, ইয়ুটিয়ুব যখন শুরু হয় তখন তা কেবলি একটি ডেটিং সাইট ছিলো ।
.
ফেসবুক যখন শুরু হয় তখন এটা 'হট্ ওর্ নট্' নামের একটা গেইম ছিলো যেখানে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীকে পাশাপাশি রেখে যারা ওয়েব সাইট ভ্রমণ করবেন তাদের বলার সুযোগ ছিলো কে হট্ কিংবা কে নট্,
.
একটা ডেটিং সাইট থেকে আজকের পৃথিবীতে ইয়ুটিয়ুব আসার জন্য যারা ভূমিকা পালন করেছেন তারা হলো কাস্টমার, ইয়ে মানে আমি আপনার চাহিদা ।
.
আপনি বলেন, কোন মেয়েটি সেক্সি?
.
এমন একটা খেলা থেকে আজকের ফেসবুকে সৃষ্টিতে ভূমিকা রেখেছে আমি আপনি আপনারা, পাবলিক ডিমান্ড ৷
.
আজ জেফ্ বেজোস পৃথিবীর শীর্ষ ধনী, আমাজান শুরুতে কেবল ছিলো একটা বইয়ের অনলাইন লাইব্রেরী । যারা গ্রাহকের বইয়ের চাহিদার একটা লিস্ট করে তা তাৎক্ষণিক সংগ্রহ করে গ্রাহকদের কাছে পোঁছে দিতো ।
.
যখন গ্রাহক ডিমান্ড করেছে এভাবে তার সব কিছু হাতের নাগালে পেতে চাই তখনি আজকের আমাজান ডট কম সৃষ্টি হতে শুরু করেছে ।
.
খোদার কসম! প্রত্যেকটা বড় বড় জায়ান্ট কোম্পানীর দিকে তাকিয়ে দেখুন, শুরুতে কোনটা ই এমন ছিলো না ৷
.
শুরুতে আপনি কেমন ছিলেন, কেমন শুরু করেছেন, সেটা কোন ফ্যাক্ট না! শুরু করাটা সবচেয়ে বড় বিষয় তার সাথে আপ্ টু ডেট্
.
জীবনের শুরুতে আপনি এসএসসিতে ফেইল করেছেন কিংবা এইচএসসিতে ফেইল, বিজনেস করতে গিয়ে লস্ নতুবা প্রেমে ছ্যাঁকা, তারপর সব শেষ ৷
.
আসলে সব শেষ হয়ে যায়নি, আপনি, কেবলি আপনি সব শেষ করে দিয়ে হত্যা করেছেন ৷
.
ইয়েস্, ইয়ু আর জাস্ট এ কিলার্,
.
শুরুতে কোন কিছু প্লান মাফিক শুরু হয় না, এটা সম্ভবও না ৷
.
যেটা গুগুল পারেনি, ফেসবুক পারেনি, টুইটার পারেনি, আলী বাবা পারেনি, আমাজান পারেনি, হোয়াটএপ্ পারেনি, মাইক্রোসফট্ পারেনি, আপনি কেমনে ভাবলেন, শুরুতে সবকিছু আপনার মতোই হবে! হতে হবে!
.
আজকের পৃথিবীর ইতিহাস যারা চেঞ্জ করেছে তারা কেউ শুরুতে আহামরি কিছু দিয়ে শুরু করেনি, কেবল যা শুরু করেছে তাতে লেগে থেকেছে, বুঝতে চেষ্টা করেছে পাবলিক ডিমান্ড, সময়ের সাথে নিজেকে এবং নিজের প্রতিষ্ঠানকে পরিবর্তন করে নিয়েছে ৷
.
শুরুটা কখনো মন মতো হয় না! রান্না করেছেন কখনো? শুরুতে কি এক্কেবারে সুস্বাদু বিরিয়ানী বানিয়ে ফেলতে পেরেছেন?
.
নব্য বিয়ে করেছেন, শুরুতে যদি জায়গামত বাসর ঘরের দেয়াল ড্রিল করে হুক লাগিয়ে মশারি টাঙ্গাতে পেরেছেন, তাহলে ঘাপলা আছে, আপনার শুরু আগে হয়ে গেছে ৷
.
শুরু বলে একটা কথা আছে, যে কখনো কথা রাখেনি, রাখেনা ৷
.
শুরুতে আমরা কেমন, কিভাবে শুরু করেছি, নো নো নো, শেষটা দেখে ছাড়বো, যুগে যুগে শেষটা দেখে ছাড়তে গিয়ে পৃথিবী পাল্টে গেছে!