আজকে ফেসবুকের ভাইরাল টপিকস্ নারী কিসে আঁটকায়?
.
সত্যি বলতে টপিকস্ উল্টো হওয়া দরকার ছিলো কারণ নারীতে পুরুষ আঁটকায় । কিভাবে আঁটকায় সেটা নাহয় বিয়ের পরে বুঝবেন আপাতত সোজা ভাবে চিন্তা করলে,
.
নারী প্রথমত বিসিএস ক্যাডারে আটকায় । যদিও জায়েদ খানের ভাষ্যমতে, নারী তার নায়কোচিত বদনের হাসি দেখে আঁটকায় ।
.
সেদিন বন্ধুর ব্রান্ড নিউ কার থেকে নামার সময় এক নারী আমার জালে আঁটকায় গেছিলো যখন জানলো ড্রাইভিং সিটে বসা ভদ্রলোক আসলে গাড়ির মালিক তখন সে ভদ্রলোকে আঁটকায় গেছে ।
.
নারী শাহরুখ খান মার্কা চুলে আঁটকায় আবার যখন কেউ ব্যাংক ব্যালেন্স করতে গিয়ে টাক্ বনে যায় সব ভুলে তার দিকেও আটকে যেতে দেখলে অবাক হওয়ার কিছু থাকে না ।
.
নারী সারাজীবন একজনের সাথে আঁটকে থাকার পরও বলবে, আমি বলে তোমার সাথে সংসার করছি । অন্য কেউ হলে সেই কবে সব ছেড়ে উগান্ডা চলে যেতো/
.
নারী কিসে আঁটকায় এই নিয়ে বিবিসি বাংলায় একটা আর্টিকেল পড়ছিলাম । সেখানে ডা. শামসুন্নাহার বীথি বলেছিলেন, “আমার একটা অদ্ভূত পছন্দ আছে আর সেটা হল আমি কাঁচা পাকা চুলের ছেলে পছন্দ করি। টাক পড়া নিয়েও আমার সমস্যা নেই। তবে সেটা চকচকে হতে হবে।"
.
এক নারীকে প্রশ্ন করেছিলাম, নারী কিসে আঁটকায়? সে বলেছিলো, আঁটকানোর কোন কিছু না পেলে বুকের অবাঞ্ছিত লোমে হলেও আঁটকায় ।
.
নারী কিসে আঁটকায় এটা যাতে পুরুষরা না বুঝতে পারে তাই তারা একেকবার একেক জিনিসে আঁটকায় । সুতরাং তুমি নারীতে না আটকালে নারী তোমাতে আটকে যাবে মোটামুটি এটা ধরে নিয়ে অন্য কাজে মনযোগ দাও ।
সর্বশেষ এডিট : ০৫ ই আগস্ট, ২০২৩ বিকাল ৩:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


