ডিভোর্সের খবরে চমকে উঠে রাজ বলেন, ‘তাই নাকি? পরীমনির ডিভোর্সের কথা আপনার কাছেই প্রথম শুনলাম। ভাই আমি মাত্র ঘুম থেকে উঠেছি। এ ব্যাপারে কিছুই জানি না।’
.
বহুল আলোচিত আহসান হাবিব পিয়ারের ডায়লগটা মনে পরে গেলো, ‘আমি ঘুমে থাকি ভাই, আমার হিসেব থাকে না ।’
.
ডেইলি স্টারকে কিছুদিন আগে পরীমনি বলেছিলেন, 'মা হতে যাচ্ছি শিগগির, এর চেয়ে আনন্দের আর কিছু হতে পারে না। আমি হাওয়ায় ভাসছি। আমার ভেতরে একজন ধীরে ধীরে বেড়ে উঠছে। এই অনুভূতি বোঝাতে পারবো না। এর চেয়ে আনন্দের আর কিছু নাই। মনে হচ্ছে আমি পৃথিবীর সব থেকে শক্তিশালী নারী। আমার জীবনের সেরা উপহারটি সৃষ্টিকর্তার কাছ থেকে পেতে যাচ্ছি। আমাদের মেয়ে সন্তান হলে তার নাম রাখব রাণী, আর ছেলে হলে নাম হবে রাজ্য।'
.
তারো আগে বলেছিলেন, ‘মজা করতে করতেই প্রেম। প্রেম হওয়ার ঠিক সাত দিনের মাথায় বিয়ে করেছি।’
.
মজা করে তারা বিয়ের কাবিন দিয়েছিলেন ১০১ টাকা । মে মাসে আরো একবার মজা করে ১০১ টাকা দিয়ে বলেছিলেন, 'রাজের সঙ্গে শারীরিক সম্পর্ক নেই, বিচ্ছেদ তো হয়েই গেছে ।’
.
এদিকে পিজ্জা হাটে এই উপলক্ষে তিনটি এক সাথে অর্ডার করলে ১০১ টাকা ছাড়ের ঘোষণা দিতে চলেছে ।
.
নগদ দিবে ১০১ টাকা রিচার্জ করলে ভাগ্যবান বিজয়ী পরীমনির সাথে এক রাত ডিনার করার সুযোগ ।
.
মজা করে তারা বিয়ে করেছে। মজা করে ডিভোর্স দিয়েছে । মজা করে তারা সংসারও করেছে ।
.
দেখতে দেখতে তাদের সন্তান রাজ্য বড় হবে । কোন একদিন সাংবাদিকরা তার দিকে প্রশ্ন ছুঁড়ে দিয়ে বলবে, তোমার বাবা মা কি করে? সে উত্তর দিবে, ‘মজা করে ।’
.
তারপর গভীর রাতে বাসায় ফিরে অভিমানে সন্তান তার বাবা মাকে গালি দিতে দিতে হয়তো বলবে, ‘জীবন নিয়ে মজা দোচাও ।’ সরি প্রজন্মের শিকার শিশুরা ।