শেখ হাসিনা বলেছিলো, ভারতকে যা দিয়েছি উজাড় করে দিয়েছি । শেষ বলেছিলো, শেখ হাসিনা পাওয়ার জন্য কিছু দেয় না ।
দেওয়ার মধ্যে, ভারতের ৭ রাজ্যে স্বাধীনতাকামী সংঘটন উলফার নেতা অনুপ চেটিয়াকে ভারতের হাতে তুলে দিয়েছে। এতে ভারত ভাঙা থেকে রক্ষা পেয়েছে ৷
বাংলাদেশ যেখানে নিজেই গ্যাস সংকটে ভুগে তখন গ্যাস লাইন করে ভারতে গ্যাস দিচ্ছে।
বাংলাদেশে পশ্চিম বঙ্গের চ্যানেলগুলো চালিয়ে হাজার হাজার কোটি টাকা বছরে দিচ্ছে অন্যদিকে বাংলাদেশের একটা চ্যানেলও পশ্চিমবঙ্গে নেয়না৷ অথচ ব্যবসা হয় সমানে সমানে৷
বাংলাদেশের আকাশসীমায় কোনো রাডার ইন্সটল করতে দেওয়া হয়নি৷ ফলে বাংলাদেশের আকাশে বিদেশি প্লেনের চার্জটা ভারত পাচ্ছে৷
ভারত থেকে বাংলাদেশে আসা ৫৪ টা নদীর ৩০ টাতেই বাঁধ দিয়ে তারা শুষ্ক মৌসুমে ভালো চাষাবাদ করছে অন্যদিকে বাংলাদেশ মরুভূমির মতো শুষ্ক হয়ে চাষাবাদ কমে যাচ্ছে।
বাংলাদেশের সকল নদী বন্দর সমুদ্র বন্দর ভারত বিনাশুল্কে ব্যবহার করছে৷ বাংলাদেশের মধ্য দিয়ে ভারতীয় গাড়ি মালবাহী লড়ি ৭ রাজ্যে যাচ্ছে অথচ একটাকাও শুল্ক দিতে হচ্ছে না৷ এগুলো কি কম হয়ে গেলো?
আর হ্যাঁ মোদির আদেশে হাসিনা স্বাস্থ্য খাতের ধংস্ব করে বাংলাদেশের মানুষকে ভারতমুখী করছে চিকিৎসার জন্য। এতে দেশের টাকা বিদেশে চলে যাচ্ছে৷ আরো বহুত কিছু আছে যা আপনাদের মিডিয়া দেখায় না৷ বাংলাদেশে অবৈধভাবে ৫ লক্ষ ভারতীয় কাজ করছে ।
আরো কি কি দিয়েছে জানতে ইচ্ছে করছে!
সর্বশেষ এডিট : ২২ শে আগস্ট, ২০২৪ বিকাল ৫:৫৬