মহানবী স. জন্মের সময় মক্কায় একদল ইব্রাহীমের আ. ধর্ম পালন করতো কিন্তু তা করতো দেব দেবীর মাধ্যম হয়ে এক আল্লাহকে পাওয়ার জন্য। যা ছিলো সুস্পষ্ট শিরক এবং শয়তান এতে বিজয়ী হয়েছিলো ধোকা দিতে পেরে।
.
আল্লাহ নিজে কোরআনে বলেছেন, আমাকে স্মরণ করো আমিও তোমাদের স্মরণ করবো। আরো বলেছেন, তোমরা কি চিন্তা করো তা ও আমি জানি এবং আমি তোমাদের ঘাড়ের রগের চেয়েও বেশী কাছে সেখানে আপনি মাধ্যম নিয়ে কিংবা দিয়ে কিভাবে আল্লাহর ইবাদত করবেন?
.
সবচেয়ে বড় গুনাহ শিরক ।
.
সূরা ফাতেহাতে প্রতি ওয়াক্ত নামাজের প্রতি রাকাআতে বলতেছে, আমরা শুধু তোমার কাছেই সাহায্য প্রার্থনা করি। বারবার আল্লাহর কাছে এটা বলে বলে ওয়াদা করতেছেন আর বের হয়ে বলতেছেন, আয়না বসায়ে দে মোর কলবের ভিতর। বাবারেএএ!
.
যেখানে মহানবী স. স্বয়ং সাহাবীদেরকে বলতেন, তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও। আল্লাহ ই হেদায়তের মালিক । সেখানে আপনি কোন হনু হয়েছেন যে আপনার মাধ্যমে চাইতে হবে?
.
আপনি যাকে মাধ্যম কিংবা হনু ভাবেন, সে নিদ্রা যায় কিন্তু আল্লাহকে তন্দ্রাও নিন্দ্রা স্পর্শ করে না। আল্লাহ নিজে শিখিয়ে দিয়েছেন, যখন তুমি অবসর হও আমাকে স্মরণ করো। কে আছে এমন আমার চেয়ে দয়ালু?
.
ফেরাউন, নমরুদ এরা কিন্তু এক পর্যায়ে মানুষের তোষামোদ পেতে পেতে নিজেকেই খোদা দাবী করে বসেছিলো।
.
সিগারেট থেকে শুরু, শেষ কালে হিরোইন গানটা শুনেছিলেন? বিটিভিতে রোজ বাজতো তেমনি আমার মাধ্যম হয়ে আল্লাহর কাছে চাও বলতে বলতে অনেক পীর নিজেদেরকে খোদা দাবী করার মতো একজন টাইপ হনু হয়ে বসে যেতে থাকে। তারপর বাঁচার জন্য নাম দেয়, ইহা একটি মারফতি জগত।
সর্বশেষ এডিট : ০৪ ঠা জানুয়ারি, ২০২৫ রাত ১১:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



