আমি এবং আমার বউ এবার ঈদে কিছু কিনি নাই। কারণ কেমনে কিনবো, আমাদের সকল পরিকল্পনা আমাদের মেয়েকে ঘিরে।
আমার মেয়ের জন্য প্রথমে আমি মার্কেটে গিয়ে যত ধরণের ড্রেস আছে সব ছবি তুলে নিয়ে আসলাম। আমার স্ত্রীর পছন্দ হচ্ছে না। তারপর দুইজনে ৬০০ টাকা সিএনজি খরচ করে শহরে এসে মার্কেট তন্ন তন্ন করে খুঁজে একটা লেহেঙ্গা, দুই জোড়া জুতো সাথে রেগুলার ব্যবহার করার জন্য ৫০ টাকা ধরে অনেকগুলো জামা ভ্যান থেকে নিলাম।
সেটা বড় কথা না! জুতো, জামা সবকিছু ম্যাচিং করে এখন বউ ক্লিপ ম্যাচিংয়ের জন্য আবারো মার্কেটে যাবো।
তারপর পাউডার থেকে শুরু করে বডি লোশন আরো কত কি বাকী। আমাদের সব পরিকল্পনা আমাদের মেয়েকে ঘিরে।
আমার এখনো পর্যন্ত মনে হয়নি আমার কিংবা বউয়ের কোন কিছু কেনা লাগবে। মেয়ের আনন্দ আমাদের সবকিছু।
এই লেখাটার মূল উদ্যেশ্য বাবা মা হলে যে কেউ পাল্টে যায়। কেনো জানি অন্যরকম হয়ে উঠে। সন্তানদের ভালো থাকা নিজের ভালো থাকা হয়ে ধরা দেয়। তাদের আনন্দ বাবা মায়ের আনন্দ। তাদের সাফল্য যেনো বাবা মায়ের সাফল্য।
ভালো থাকুক সকল সন্তানরা। সৎসাহস নিয়ে নিজেকে গড়ে তুলুক। হয়তো বাবা মা হওয়া পর্যন্ত তারা কখনো তা উপলব্ধি করবে না। আমরাও করতাম না।
ছবিতে আমার মেয়ের ঈদের পোশাক নিয়ে আমার ব্যক্তিগত রিচার্সের অল্পঅংশ গ্যালারি থেকে।

সর্বশেষ এডিট : ২৭ শে মার্চ, ২০২৫ রাত ১১:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




