আমার মেয়ে ইশারাতকে ছবিগুলো দেখিয়ে বললাম, চলো পহেলা বৈশাখে ঘুরে আসি। সে বললো, 'বাবা ঐখানে তো দেখি ভূত! আমিও ভূত দেখতে যাবো'।
১৮ কোটি মানুষকে আজ ভূত দেখতে যাওয়া উচিত। কারণ দূ'র্নীতি স্ব'জনপ্রীতি লুটপাট গু'ম হ'ত্যা রাহাজানি চরম মাত্রায় করলে আসলে তার ভবিষ্যত কি হয় তা সবার দেখা উচিত।
এই ঘৃণা প্রকাশে সবার আগে আওয়ামী লীগকে এগিয়ে আসা উচিত। অনেকে আওয়ামী লীগ করে শেখ মুজিব, ভাসানী, সোহরাওয়ার্দীদের দেখে। কিন্তু একজন ভূতের জন্য কিভাবে একটি দল কিংবা দেশ ধ্বংস হয় তা অন্তত উপলব্ধি হবে।
এই মোটিফ নব্য ফ্যাসিবাদদের জন্য একটি বার্তাও বটে। আগামী আপনাদের পরিণতিও এমন হতে পারে। ইতিহাস থেকে শিক্ষা নিয়ে নিজেদের আমাদের সবার সংশোধনীতে আনা উচিত।
সেই শুভ কামনায় মুক্তি পেয়েছে আজকের এই ঐতিহাসিক মোটিফ।
আজকের স্লোগান হোক, 'মূ'র্তি পুড়ে কীর্তি মোছা যাবে না'।