
ডিসেম্বর মাস এলেই আমরা দেখি আমাদের দেশের মানুষের মধ্যে দেশপ্রেমটা মনে হয় একটু বেড়েই যায়।। কত জনে কত কিছু করে, অনেকে ফেইসবুকের প্রোফাইল পিকচার চেইঞ্জ করে, কাভার পিকচার চেইঞ্জ করে আরো কত কি।।
কিন্তু একটাবার কেউ চিন্তা করেছেন আপনার ব্যাবহার করা গুগল ক্রম ব্রাউজারের থিমটা যদি আমাদের এই বাংলাদেশের পতাকার থিমে পরিবর্তন করা যায়??
আইডিয়াটা আসলে দিয়েছে আমাকে আমার এক বড় আপু, তার আইডিয়া থেকেই বানিয়ে ফেললাম গুগল ক্রমের জন্য এই থিমটা।
হতে পারে আপনার ইউজ করা থিমের মত আহামরি কিছু না, কিন্তু দেশের পতাকার আদলে গড়া একটা থিম তো তাই না??
ব্যাবহার করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে।
থিম লিংকঃ http://www.themebeta.com/node/87902
এইবার বলে দিয় কিভাবে থিমটা আপনার গুগল ক্রমে ইন্সটল করবেন।।
প্রথমে উপরের দেয়া লিংকে ক্লিক করুন, ক্লিক করার পর থিম এপ্লাই করার পেইজ আসবে।। এইবার Apply তে ক্লিক করুন, অটোম্যাটিকালি থিমটা ডাউনলোড হয়ে যাবে, আর একটি থিমটা এপ্লাই হয়ে যাবে।।
এই থিমটা বানিয়ে আমার কোন লাভ হয়নি বা হবে না, বিজয়ের মাসে কিছু মানুষের ব্রাউজারে হলেইও আমি আমার দেশের পতাকাকে তুলে আনতে পেরেছি, এই আমার সার্থকতা।।
এখন আপনি আপনার ব্রাউজারে নিজের দেশের পতাকাকে স্থান দিবেন, কি দিবেন না, এই সিদ্ধান্ত আপনার।।
ভালো থাকবেন সবাই।।
ও আর একটা কথা পোস্টটি ভালো লাগলে প্লিয বন্ধুদেরকে শেয়ার করে ব্যাপারটা জানাতে ভুলবেন না, আসেন এই বিজয়ের মাসে গুগল ক্রমকে ফুটিয়ে তুলি আমার দেশের পতাকার আদলে।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




