হঠাৎ স্কুল জীবনের একটি গল্প মনে পড়ল। গল্পটার মূল কথা হচ্ছে-চেয়ার পাই না, স্যার। হুম, স্কুলে আমাদের ইতিহাস স্যারের কথা। স্যার অনেক দিন আগে পৃথিবী ছেড়ে চলে গেছেন, কিন্তুতার কথা খুব মনে পড়ে। রেসিডেন্সিয়াল মডেল স্কুলে থাকা অবস্থায় এই স্যারকে ছাএরা যেমন ভয় পেত তেমন আবারও অত্যাচারও করতো। ক্লাশ সেভেনে পড়ি। বেয়াড়া ছাএদের পড়ার ব্যাপারে খুব সিরিয়াস হতে বলছেন। তা আর স্যারের কথা শুনে কে?
স্যার তার এক ছাএের বাবার কথা বলছিলেন। বললেন, সেই ছাএের বাবা অনেক অর্থের মালিক, বিশাল শান-শওকত ত আর প্রতিপওি। স্যারকে একদিন কথায় কথায় বলে, মাস্টার সাহেব, আপনারে খুব হিংসা হয়, জীবনে বহুত কামাই করছি, কিন্তু খালি একটা জিনিস পাই না। স্যার খুব ব্যতিব্যস্ত হয়ে বলেন, বলেন কি? কি পান না আপনি? খুব ছোট উওরে বলে, "স্যার আমি আপনার এই চেয়ারটা পাই না"। গল্পটার শেষ এখানেই। আজ হঠাৎ স্যারের কথা খুব মনে পড়ছিল।
স্যারের কথাটা সত্যি অনেক মূল্যবান ছিল। সত্যি স্যারের চেয়ারটা কেনা যায় না। কোন ব্যবসা দিয়ে কেনা যায় না। শিক্ষকের চেয়ারটাকে সবাই হিংসে করে। একজন শিক্ষক যে পরিমাণ ভালবাসা ও শ্রদ্ধা পান, তার কোন তুলনা নেই । আমাদের সবার জীবনে এমন দু'চারজন শিক্ষক আছেন যাদের কথা খুব মনে পড়ে। যাদের কাছে আমরা খুব ঋণী। শ্রদ্ধা জানাই আমার প্রিয় শিক্ষক ওমর আলী স্যারকে।
সর্বশেষ এডিট : ০৯ ই ডিসেম্বর, ২০০৬ সন্ধ্যা ৬:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



