(1) প্রচন্ড প্রকৃতিপ্রেমী। প্রিয় রং সবুজ। ভাল লাগে সবুজ প্রান্তর। দক্ষিণা বাতাস। বড়ো হয়েছি ঢাকায় মোহাম্মদপুরে [লিংক=যঃঃঢ়://িি.িংড়সবযিবৎবরহনষড়ম.হবঃ/অফফধ/ঢ়ড়ংঃ/5855]নদীর খুব কাছাকাছি[/লিংক]। এখন নিজের বাড়ীও নদী থেকে মাএ 5 মিনিট দূরে। জোৎস্না রাতে নদীর পাড়ে এখনও বসে থাকি। বাজে রবীন্দ্র সংগীত। [লিংক=যঃঃঢ়://িি.িংড়সবযিবৎবরহনষড়ম.হবঃ/অফফধ/ঢ়ড়ংঃ/2568]চাঁদের আলোর[/লিংক]স্মৃতিময় অনুভূতি নিয়ে একটা লেখা আছে। ইচ্ছে আছে অদূর ভবিষ্যতে পূর্ণিমায় একরাত নৌকায় কাটিয়ে দেওয়ার।
(2) রান্না করতে খুব পছন্দ করি। ফ্রেশ মাছ রান্না করার বাতিক আছে যদি পাওয়া যায়। প্রিয় ডিশ ইলিশ মাছ ভাজি, ভাত ও ডাল। পছন্দ করি শুটকী। টক ও ঝাল। চা খোর। আপাতত তাজা ব্র্যান্ডের চা ব্যবহার করছি।
(3) মানুষ ম্যানেজ করার চাকরি করি। হরেক রকমের চিড়িয়া দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছি।
(4) স্বপ্ন ছিল শিক্ষকতা করার। বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় বর্ষে থাকতে ম্যাডাম একবার ক্লাশও নিতে দিয়েছিলেন। বিশ্ববিদ্যালয় রাজনীতির প্রতি বীতশ্রদ্ধ হয়ে কখনও সেদিকে পা মাঁড়াবার কথা চিন্তা করিনি। কয়েক বছর আগে আমেরিকার আটলান্টা শহরে অনুষ্ঠিত প্রফেশনার কনফারেন্সে আমার লেখা গবেষণাপএটি নির্বাচিত হলে আটলান্টায় যাই নিজের পেপার প্রেজেন্ট করতে। পিএইচডি করার স্বপ্ন আপাতত বাদ দিয়ে রেখেছি। তবে শিক্ষকতা করার ইচ্ছেটা বাদ দিচ্ছি না।
(5) আমার বড্ডো কাছের একজন মানুষও ব্ল্ল্লগ করেন। তার নাম বলা যাবে না। অভিমান/রাগ করতে পারে........।
(ক্লোজআপহাসি)
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



