গতকাল রাতে জাতীয় সংসদের পশ্চিম প্লাজায় রাত ১২:০১ মিনিটে অনুষ্ঠিত হল বিশ্বকাপের মাসকট ও কাউন্টডাউন অনুষ্ঠান। অনেকেই দেখেছেন নিশ্চয়। আমার মনটা অনেক ছোট তাই আমার কেন যেন মনে হল অনুষ্ঠানটা ভাল হয়নি কিন্তু আরো ভাল করা যেতে পারত।
আমার যা যা ভাল লাগেনি সে গুলো হল
১। বিসিবির সভাপতি যখন তার মহান ভাষন শেষ করলেন তখন ঠিক ১২টা বাজে। একজন মোটা মত লোক কি যেন কাগজে লিখে কয়েকবার তাকে দিলেন..............আমার মনে হয় তাতে লিখা ছিল জনাব একটু সংক্ষেপে..................কিন্তু কে শোনে কার কথা। সুযোগ যখন পেয়েছি তখন আমি বলবই বলব। তারা নেতা মানুষ, এত কথা বলে তবু কথা বলার ইচ্ছাই শেষ হয়না! শেষ করলেন একদম অন্তিম মূহূতে। বিষয়টি আমার ভাল লাগল না।
২। আমাদের অধিনায়ক.....................মাশরাফী
এইটা একটা আন্তজাতিক মানের অনুষ্ঠান তাতে তার গেটআপটা আমার কাছে ওভারস্মাট বলে মনে হয়েছে। এ ধারনের অনুষ্ঠানে বিমূত মেয়ের ছবি সমৃদ্ধ গোলগলার টি- শার্ট পড়ে প্যান্টের ব্লেট বের করে বাঁকা সানী(ওমর সানী) মত দাড়ান আমার ভাল লাগেনি। আমার মনে হয় এই গেটাপ টা এমন একটা অনুষ্ঠানের সাথে যায়না। প্রধানমন্ত্রী তাদের কোর্টের কাপড় দিতে চেয়েছিলেন না দিলে অনুরোধ করব যেন তা তাড়াতাড়িই দেন।
৩। সুন্দরী উপস্থাপিকা.....................
দেখতে মাহশাল্লাহ্। গাঙ্গুলীকে ইংরেজীতে প্রশ্ন করার কি কোন দরকার ছিল? সে বাংলায় উত্তর দিয়ে তার সুন্দর গালে একটা চড় দিল বলে আমার মনে হল।
কোন অনুষ্ঠানে কি প্রশ্ন করতে হয় তাও সে জানেনা। মনে হল আশে পাশে ঘুরে বেড়াচ্ছিল ধরে এনে উপস্থাপনায় লাগিয়ে দিয়েছে।
সে যে প্রশ্নটা গাঙ্গুলীকে করেছিল এমন প্রশ্ন কেউ কোনদিন করেনা। গত বিশ্বকাপ কেমন ছিল ভারতের এটা কোন প্রশ্ন হল। আসলে পূর্ব পূরূষদের দেখে আসছি তারা শুধু অতীতে চলে যেতে যায়। ঘি খাওয়ার গল্প করতে পছন্দ করে............ সে মেন্ডেলের সূত্রের প্রমান রাখল। অনেক ভাল ভাল প্রশ্ন ছিল যা করা যেত।
মোটের উপর আমার মনে হয়েছে বালের এক অনুষ্ঠান হল......................
আপনি যদি দেখে থাকেন তবে বলুন তো কেমনছিল অনুষ্ঠানটা?
সর্বশেষ এডিট : ১১ ই নভেম্বর, ২০১০ বিকাল ৫:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




